বাাংলাদেশ তাঁত বোর্ড এ রাজস্ব খাতভুক্ত ১টি ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট এবং ৩টি ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ উপকেন্দ্রের জন্য নিম্নবর্ণিত অস্থায়ী শূন্য পদসমূহে সরাসরি নিয়োগ।
১। ইনস্ট্রাক্টর (Instructor)- ৯টি
শিক্ষাগত যোগ্যতা: টেক্সটাইল টেকনােলজিতে ডিগ্রী অথবা ৩ বৎসরের অভিজ্ঞতাসহ টেক্সটাইল
টেকনােলজিতে ডিপ্লোমা।
২। ডিজাইনার (Designer)-১টি
শিক্ষাগত যোগ্যতা: টেক্সটাইল টেকনােলজিতে ডিগ্রী অথবা ৩ বৎসরের অভিজ্ঞতাসহ টেক্সটাইল টেকনােলজিতে ডিপ্লোমা।
৩। হিসাব সহকারী (Assistant Account)- ৪টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী এবং প্রার্থীকে কম্পিউটার জ্ঞানসম্পন্ন হতে হবে।
৪। টেকনিশিয়ান (Technician)- ৯টি
শিক্ষাগত যোগ্যতা: তাঁত বুননের কাজে ৫ বৎসরের বাস্তব অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণি পাস।
আরো খবর: FDR এফডিআর কোন ব্যাংকে কত সুদ দেয়
৫। মাস্টার ডায়ার (Master Dyer) – ৪টি
শিক্ষাগত যোগ্যতা: ন্যুনতম টেক্সটাইল সার্টিফিকেট কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বৎসরের অভিজ্ঞতা অথবা এইচএসসি (বিজ্ঞান) এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বৎসরের অভিজ্ঞতা।
৬। দক্ষ তাঁতি (Skilled Weaver)- ৪টি
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাসসহ সুতা হইতে কাপড় তৈরি পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ায় সম্যক ও বাস্তবজ্ঞান সম্পন্ন হতে হবে।
৭। ক্রাফটসম্যান (Craftsman)- ৪টি
শিক্ষাগত যোগ্যতা: তাঁত বুননের কাজে ৩ বৎসরের বাস্তব অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণি পাস।
আবেদনের শর্তাবলীঃ
ক। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ http://bhb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র করতে হবে।
খ। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ০৩ মার্চ ২০২২ সকাল ১০:০০টা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ঃ ২৭ মার্চ ২০২২ বিকাল ৫.০০টা।
গ। পরীক্ষা ফি: ১ হতে ২ পদের জন্য ৭০০/- টাকা এবং ৩ হতে ৭ নং পদের জন্য ৫০০/- টাকা।