বাংলাদেশ তাঁত বোর্ডে বিভিন্ন পদে চাকরি বিজ্ঞপ্তি

Spread the love

বাংলাদেশ তাঁত বোর্ডে বিভিন্ন পদে স্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশী স্থায়ী ও প্রকৃত নাগরিকদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হচ্ছে।

বাংলাদেশ তাঁত বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫


✦ শূন্যপদসমূহঃ

১। গবেষণা কর্মকর্তা – ০১টি
২। পরিসংখ্যানবিদ – ০১টি
৩। সহকারী প্রকৌশলী – ০১টি
৪। নিয়াজোঁ কর্মকর্তা – ০৫টি
৫। কারিগরি কর্মকর্তা – ০১টি
৬। মাননিয়ন্ত্রণ কর্মকর্তা – ০১টি
৭। ইন্সট্রাক্টর (গবেষণা কর্মকর্তা) – ০১টি
৮। ইন্সট্রাক্টর – ০৩টি
৯। ডিজাইনার – ০১টি
১০। সহকারী লাইব্রেরিয়ান – ০১টি

সম্পন্ন বিজ্ঞপ্তি PDF আকারে পেতে চাইলে ক্লিক করুন

PDF Download


✦ শিক্ষাগত যোগ্যতাঃ

প্রতিটি পদের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য।


✦ বেতন স্কেলঃ

সরকারি বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম ও ১১তম গ্রেডভুক্ত।


✦ বয়সসীমাঃ

  • প্রার্থীর বয়স ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।


✦ আবেদন প্রক্রিয়াঃ

  • অনলাইনে আবেদন করতে হবে http://bhb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।

Online Apply Button

আবেদন শুরুর তারিখঃ ২৫ সেপ্টেম্বর ২০২৫ (সকাল ১০:০০ টা)
আবেদন শেষ তারিখঃ ২৪ অক্টোবর ২০২৫ (বিকাল ০৫:০০ টা)


✦ আবেদন ফিঃ

  • পদ ০১ থেকে ০৯ পর্যন্ত: ২০০/- টাকা + সার্ভিস চার্জসহ মোট ২২৩/- টাকা

  • পদ ১০ (সহকারী লাইব্রেরিয়ান): ১৫০/- টাকা + সার্ভিস চার্জসহ মোট ১৬৮/- টাকা

  • কোটাভিত্তিক পদের জন্য: ৫০/- টাকা

সহকারী পরিদর্শক ১০টি পদে

সহকারী পরিদর্শক ১০টি পদে বিজ্ঞপ্তি: দুর্নীতি দমন কমিশন

অফিস সহায়ক ১৪টি পদে ভুমি মন্ত্রণালয়ে চাকরি

অফিস সহায়ক ১৪টি পদে ভুমি মন্ত্রণালয়ে চাকরি


✅ বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন 👉 http://bhb.teletalk.com.bd

Loading spinner

Check Also

বাংলাদেশ তাঁত বোর্ডে চাকরি

বাংলাদেশ তাঁত বোর্ডে চাকরির বিজ্ঞপ্তি 2025

Spread the loveবাংলাদেশ তাঁত বোর্ডে ফিল্ড সুপারভাইজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *