বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

বাংলাদেশ জাতীয় জাদুঘর এ রাজস্বখাতে স্থায়ীপদে জরুরী ভিত্তিতে লোক নিয়োগ করা হবে। উক্ত পদের প্রার্থী হিসেবে সহস্তে দরখাস্ত আহবান করা হচ্ছে।

পদের নামঃ

১। হিসাব রক্ষণ কর্মকর্তা – ১টি
২। ঊর্ধ্বতন ফটোগ্রাফার – ১টি
৩। প্রকাশনা অফিসার – ১টি
৪। সহকারী প্রশাসনিক কর্মকর্তা – ১টি
৫। সহকারী পরিকল্পনা উন্নয়ন অফিসার – ১টি
৬। রেপ্লিকা ম্যানুফেকচারার – ১টি
৭। প্রদর্শক প্রভাষক – ২টি
৮। রেজিস্ট্রেশন সহকারী – ১টি
৯। সহকারী লাইব্রেরিয়ান কাম-ক্যাটালগার – ১টি
১০। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১টি

আরও পড়ুন >> সন্ধি কাকে বলে? কত প্রকার ও উদাহরণসহ ব্যাখ্যা

১১। হিসাব সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১টি
১২। ইলেকট্রিশিয়ান – ১টি
১৩। পাম্প মিস্ত্রি/অপারেটর – ১টি
১৪। প্লাম্বার – ১টি
১৫। লিফট অপারেটর – ১টি
১৬। মেইন অডিটরিয়াম এ্যাটেনডেন্ট – ১টি
১৭। চিলড্রেন অডিটরিয়াম এ্যাটেনডেন্ট – ১টি
১৮। অফিস সহায়ক – ১৪টি
১৯। নিরাপত্তা প্রহরী – ৪৩টি
২০। মালি – ৪টি

বাংলাদেশ জাতীয় জাদুঘর

২১। পরিচ্ছন্নতা কর্মী – ৩টি
২২। আহসান মঞ্জিল জাদুঘরের কীপার (অস্থায়ী) – ১টি
২৩। হিসাবরক্ষক (অস্থায়ী) – ১টি
২৪। অভ্যর্থনাকারী (অস্থায়ী) – ১টি
২৫। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (অস্থায়ী) – ১টি
২৬। অফিস সহায়ক – ১টি
২৭। নিরাপত্তা প্রহরী – ৫টি
২৮। মালি – ২টি
২৯। জিয়া স্মৃতি জাদুঘরের লাইব্রেরি এ্যাটেনডেন্ট – ১টি
৩০। অফিস সহায়ক – ১টি

৩১। নিরাপত্তা প্রহরী – ২টি
৩২। পরিচ্ছন্নতা কর্মী – ২টি
৩৩। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার নিরাপত্তা প্রহরী – ১টি
৩৪। পরিচ্ছন্নতা কর্মী – ১টি
৩৫। ওসমানী জাদুঘরের অফিস সহায়ক/প্রহরী – ৩টি

আরও পড়ুন >> আমিও শহীদ হব-সার্জেন্ট মোঃ আনিসুর রহমান

সর্বমোট ১০৫টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আগ্রহী উপযুক্ত প্রার্থীগণকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ওয়েবসাইট www.bangladeshmuseum.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http://bnm.teletalk. com.bd

অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মােবাইল। অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd এ সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক, ০৯ জুন ২০২২ ইং পত্রিকায়

যে কোনো ব্যাখ্যার জন্য নিম্নবর্ণিত ফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে – ০২২২৩৩৬৪৭৯৬ ০২২২৩৩৬৫৫৯৬।

সচিব (যুগ্মসচিব) বাংলাদেশ জাতীয় জাদুঘর

আইন মানুন >> নতুন ট্রাফিক আইনে মটরসাইকেল এর ধারা, শাস্তি ও জরিমানা

Check Also

জেলা প্রশাসক

জেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveজেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *