বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ

Spread the love

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এ বিভিন্ন স্থায়ী পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । উক্ত প্রতিষ্ঠানে মোট ৬১টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবে।

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন

পদের নাম: সহকারী শিক্ষক
১। বাংলা – ০৬ টি
২। ইংরেজী – ১০টি
৩। গণিত – ০৭টি
৪। পদার্থবিদ্যা -০২টি
৫। জীব বিজ্ঞান – ০৪টি
৬। রসায়ন -০৩টি
৭। সাধারণ বিজ্ঞান -০৩টি
৮। সামাজিক বিজ্ঞান -০৫টি
৯। হিসাব বিজ্ঞান -০১টি
১০। ব্যবসায় শিক্ষা -০৪টি
১১। ইসলাম ধর্ম -০২টি
১২। হিন্দু ধর্ম -০২টি
১৩। অর্থনীতি -০১টি
১৪। আইসিটি/কম্পিউটার শিক্ষা -০৭টি
১৫। ইতিহাস -০১টি
১৬। গার্হস্থ্য অর্থনীতি -০২টি
১৭। চারু/কারু -০১টি

বাংলাদেশ কেমিক্যাল

বেতন গ্রেডঃ ১১তম
বেতন স্কেলঃ ১২৫০০/- -৩০২৩০/- টাকা

বয়সঃ (০৫ জুলাই ২০২২ ইং হিসেবে ১৮ থেকে ৩০ বছর, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধী ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তিতে পদের পাশে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে।
অভিজ্ঞতাঃ অভিজ্ঞ ব্যাক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।

 

আরও পড়ুন >> লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা বাংলা রচনা – প্রবন্ধ

আরও পড়ুন >> Xiaomi 12 Pro কি কি থাকছে এবং দাম কত?

 

পদের সংখ্যাঃ মোট ৬১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তি অনুযায়ী
অন্যান্য অভিজ্ঞতাঃ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

Online এ আবেদন শুরুর সময়ঃ ০৫ জুলাই ২০২২ ইং
Online এ আবেদন শেষের সময়ঃ ০৫ আগস্ট ২০২২ ইং
পরিক্ষার ফিঃ পরীক্ষা ফি সকল পদের জন্য ৫০০/- টাকা প্রদান করতে হবে।
পেমেন্ট প্রদানের শেষ তারিখঃ আবেদনের ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট প্রদান করতে হবে।

প্রবেশ পত্র অনলাইন থেকে ডাউনলোড করে রঙ্গিন প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে।

zohabd-apply button

আবেদনের মাধ্যমঃ সম্পুর্ণ Online এর মাধ্যমে
অফিশিয়াল http://bcic.gov.bd এবং আবেদন ঠিকানা: http://bcic.teletalk.com.bd

প্রতিষ্ঠানের আবেদনের ঠিকানাঃ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন
নিয়োগ বিজ্ঞপ্তির সূত্রঃ দৈনিক ইত্তেফাক 01 জুলাই 2022 ইং তারিখে
টিকাঃ মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত, অনলাইনের আবেদন এবং ছবি সহ উপস্থিত হবে হবে।

Google Newsবিস্তারিত জানতে Google News অনুসরণ করুন

 

Loading spinner

Check Also

ভূমি মন্ত্রণালয়

ভূমি মন্ত্রণালয় প্রশাসন-১ শাখায় বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveভূমি মন্ত্রণালয় প্রশাসন-১ শাখায় বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি। ভূমি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখায় স্থায়ী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *