বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) পুঁজিবাজারের তাত্ত্বিক ও প্রায়ােগিক জ্ঞান প্রসারের জন্য সরকারি। অর্থায়নে এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকার কর্তৃক অনুমােদিত ইন্সটিটিউটের বেতন কাঠামাে এবং সাংগঠনিক কাঠামাে অনুযায়ী ইন্সটিটিউটের শূন্য পদে স্থায়ী এবং চুক্তিভিত্তিক নিয়ােগের জন্য নিম্নোক্ত পদের বিপরীতে উল্লিখিত যােগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ

১।পরিচালক (স্টাডিজ)-০১টি(স্থায়ী)
বেতন: মূল বেতন ১,২০,০০০ টাকা ও অন্যান্য ভাতাদিসহ সর্বমােট ১,৯৫,২৫০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: (ফিন্যান্স/হিসাববিজ্ঞান/ব্যবস্থাপনা/অর্থনীতি/পরিসংখ্যান/গণিত/ ব্যাংকিং/আইন বিষয়ের প্রথম শ্রেণীর স্নাতক এবং প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রীধারী প্রার্থী)

২। ডেপুটি হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার- ০১টি (চুক্তিভিত্তিক)
বেতন: মূলবেতন-৬০,০০০/- টাকা সর্বমােট-৯৪,৩০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা: (কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বা ইলেক্ট্রনিকস ও কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী, তথ্য প্রযুক্তি সেক্টরে ০৬ বছরের অভিজ্ঞতা)।

৩।নির্বাহী প্রেসিডেন্টের একান্ত সচিব-০১টি (স্থায়ী)
বেতন: মূলবেতন-৩৫,০০০/- টাকা সর্বমােট-৫৫,৪০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা: (ফিন্যান্স/ব্যবসায় প্রশাসন/হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা/অর্থনীতি/ইংরেজি/আন্তর্জাতিক সম্পর্ক অথবা পরিসংখ্যান বিষয়ের প্রথম শ্রেণীর স্নাতক এবং প্রথম শ্রেণীর।

৪। সহকারী হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার-০১টি (চুক্তিভিত্তিক)
বেতন: মূলবেতন-৩৫,০০০/- টাকা সর্বমােট-৫৫,৪০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা: (কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বা ইলেক্ট্রনিকস ও কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী।

৫।গাড়ী চালক (মুক্তিযােদ্ধা কোটা)-০১টি (স্থায়ী)
মূলবেতন-১২,০০০ টাকা সর্বমােট-২১,৭০০ টাকা।


শর্তাবলীঃ
(১) আগ্রহী প্রার্থীর নাম, পিতার নাম/স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, বয়স (০৮ অক্টোবর ২০২০ তারিখে), জাতীয়তা, নিজ জেলা, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার বিবরণসহ বিআইসিএম এর ওয়েবসাইট (http://bicm.gov.bd) হতে সংগৃহীত আবেদনপত্রের নমুনা মােতাবেক স্বাক্ষরযুক্ত আবেদনপত্র ও প্রামাণিক দলিল, সনদপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত অনুলিপিসহ ডাকযােগে পরিচালক (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম), ৩৪, তােপখানা রােড, বিজিআইসি টাওয়ার (১ম-৪র্থ তলা ও ৯ম-১০ম তলা), ঢাকা-১০০০ বরাবর আগামী ০৮ অক্টোবর ২০২০ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে।

(২) উল্লিখিত পদসমূহের বিপরীতে যাচিত যোগ্যতা ও অভিজ্ঞতাসহ নিয়ােগ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিআইসিএম এর ওয়েবসাইট (http://bicm.gov.bd)-এ পাওয়া যাবে।
(৩) নিয়ােগ সংক্রান্ত বিষয়ে ইন্সটিটিউটের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

প্রচার : দৈনিক ইত্তেফাক, তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২০ ইং, পৃষ্টা নং -০৭

Check Also

ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংক ব্যক্তিগত ও গাড়ী ঋণ 60 লক্ষ টাকা

Spread the loveব্র্যাক ব্যাংক ব্যক্তিগত ঋণ স্বপ্নের গ্যাজেট ক্রয়, বিয়ে, চিকিৎসা, কিংবা প্রয়োজন যা-ই হোক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *