বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ শিক্ষক নিয়োগ

Spread the love

বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট নিম্নোক্ত পদসমূহে শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।

01. পদের নাম: সহকারি প্রধান শিক্ষক
বেতন: 23000-55470/- গ্রেড-০8
শিক্ষাগত যোগ্যতা: সরকারী বিধির সর্বশেষ নির্দেশনা মোতাবেক।

02. পদের নাম: সহকারী অধ্যাপক – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বেতন: 35500-67010/- গ্রেড-06
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রিসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি এবং NTRCA সনদধারী হতে হবে। স্বীকৃতিপ্রাপ্ত কোন প্রতিষ্ঠানে প্রভাষক পদে ০৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

03. পদের নাম: সহকারী অধ্যাপক – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (খন্ডকালীন)
বেতন: 15000/- (নির্ধারিত)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রিসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি।

আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম

04. পদের নাম: সহকারি শিক্ষক-ইংরেজি
বেতন: 16000-38640/- গ্রেড-11
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি এবং NTRCA সনদধারী হতে হবে।

05. পদের নাম: সহকারি শিক্ষক-রসায়ন
বেতন: 12500-30230/- গ্রেড-11
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি এবং NTRCA সনদধারী হতে হবে।

06. পদের নাম: সহকারি শিক্ষক-শরীরচর্চা
বেতন: 12500-30230/- গ্রেড-10
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যনতম ২য় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ বিপিএড প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।

07. পদের নাম: প্রদর্শক-রসায়ন
বেতন: 12500-30230/- গ্রেড-10
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যনতম ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি এবং NTRCA সনদধারী হতে হবে।
পরীক্ষার ফি: বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট’-এর অনুকূলে ক্রমিক 01 ও 02 নং পদের জন্য 800/- এবং ক্রমিক নং 03, 04, 05, 06 ও 07 নং পদের জন্য 500/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার।

আবেদনের শেষ তারিখ: আবেদন পত্র আগামী 23 May 2019 তারিখের মধ্যে (সকাল 10am -দুপুর 2pm সরাসরি প্রতিষ্ঠান ফ্রন্ট অফিসে পৌঁছাতে হবে।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *