বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট নিম্নোক্ত পদসমূহে শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।
01. পদের নাম: সহকারি প্রধান শিক্ষক
বেতন: 23000-55470/- গ্রেড-০8
শিক্ষাগত যোগ্যতা: সরকারী বিধির সর্বশেষ নির্দেশনা মোতাবেক।
02. পদের নাম: সহকারী অধ্যাপক – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বেতন: 35500-67010/- গ্রেড-06
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রিসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি এবং NTRCA সনদধারী হতে হবে। স্বীকৃতিপ্রাপ্ত কোন প্রতিষ্ঠানে প্রভাষক পদে ০৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
03. পদের নাম: সহকারী অধ্যাপক – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (খন্ডকালীন)
বেতন: 15000/- (নির্ধারিত)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রিসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি।
আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম
04. পদের নাম: সহকারি শিক্ষক-ইংরেজি
বেতন: 16000-38640/- গ্রেড-11
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি এবং NTRCA সনদধারী হতে হবে।
05. পদের নাম: সহকারি শিক্ষক-রসায়ন
বেতন: 12500-30230/- গ্রেড-11
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি এবং NTRCA সনদধারী হতে হবে।
06. পদের নাম: সহকারি শিক্ষক-শরীরচর্চা
বেতন: 12500-30230/- গ্রেড-10
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যনতম ২য় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ বিপিএড প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।
07. পদের নাম: প্রদর্শক-রসায়ন
বেতন: 12500-30230/- গ্রেড-10
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যনতম ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি এবং NTRCA সনদধারী হতে হবে।
পরীক্ষার ফি: বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট’-এর অনুকূলে ক্রমিক 01 ও 02 নং পদের জন্য 800/- এবং ক্রমিক নং 03, 04, 05, 06 ও 07 নং পদের জন্য 500/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার।
আবেদনের শেষ তারিখ: আবেদন পত্র আগামী 23 May 2019 তারিখের মধ্যে (সকাল 10am -দুপুর 2pm সরাসরি প্রতিষ্ঠান ফ্রন্ট অফিসে পৌঁছাতে হবে।