বছরের প্রথম EL Clasico এল ক্লাসিকো

Spread the love

২০২০ সালের প্রথম এল ক্লাসিকো ১লা এপ্রিল

ক্লাব ফুটবল এর সবচেয়ে বড় দুই প্রতিপক্ষ বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাব ফুটবল এর বড় দুই রাইভাল এর মধ্যকার ম্যাচটি হতে চলেছে আগামী ১লা এপ্রিল।

লা লিগার পয়েন্ট টেবিল এ এই ২ টিম একে অপরের খুব কাছাকাছি অবস্থান করছে।সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সমান সংখ্যক ২২ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ ৪৯ পয়েন্ট নিয়ে ১ম এবং বার্সেলোনা ৪৬ পয়েন্ট নিয়ে ২য় তে অবস্থান করছে। সর্বশেষ ১৮ ডিসেম্বর ২০১৯ এ বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ এর মধ্যকার ম্যাচটি 0-0 তে ড্র হয়েছিলো।

লা লিগার শিরোপা ধরে রাখতে তাই আগামী এল ক্লাসিকোতে ২টি পক্ষই চাইবে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ত্যাগ করতে। বার্সেলোনার কোচ সিতেইন এবং রিয়াল মাদ্রিদ এর কোচ জিদান নিশ্চয়ই নিজেদের প্রধান অস্ত্র নিয়েই মাঠ এ নামবেন।

More Offer >> স্যামসাং হ্যান্ডসেট কিনলেই রবি দিচ্ছে আকর্ষণীয় অফার

শিরোপা জিততে বার্সেলোনার জন্য এই ম্যাচটি do or die এ রুপ নিয়েছে

বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি ১৪ গোল নিয়ে তালিকার প্রথমে অবস্থান করছে।অপরদিকে রিয়াল মাদ্রিদ এর পক্ষে করিম বেনজেমা ও ১৩ টি গোল করেছেন। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ এর সমর্থক দের চোখ তাই এই ২ সুপারস্টার এর উপরই থাকবে। মহাগুরুত্র্ণূর্ণ এই ম্যাচটি রিয়াল মাদ্রিদ এর santiago Barnabue স্টেডিয়াম এ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

Check Also

সবচেয়ে বেশি

সবচেয়ে বেশি ফিফা বিশ্বকাপ জয়ী দেশ 10

Spread the loveসবচেয়ে বেশি ফিফা বিশ্বকাপ জয়ী: 🇧🇷ব্রাজিল – 5 🇮🇹ইতালি – 4 🇩🇪জার্মানি – …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *