প্রয়োজনে বেজে উঠল একটি গান
সহস্ৰকাল পেরিয়ে হঠাৎ
এই বঙ্গে তারি তরে জেগে উঠল একটি গান
শুধু বঙ্গের জন্য তার হৃদয় জাগে
অন্যায়ের বিরুদ্ধেই প্রতিবাদী কণ্ঠ
সাহসী নেতৃত্বে করে বাঙ্গালিকে এক
জেল খাটা, শাস্তি পাওয়া-নয় বিভ্রান্ত
স্বাধীন হলো জাতি, বিশ্ব তাকিয়ে দেখ।
তুমি ঘুমন্ত তবে জাগ্রত এই তুমি
স্বার্থহীন জীবন-দিয়েছে তাকে এই বলি
এত কাল পর, আজো কথা বলো তুমি
তুমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি
বঙ্গেতে রয়েছে নিরন্তর বহমান
তুমি এক, অদ্বিতীয় বীর
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।