বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি। ক্যান্টেনমেন্ট বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ , বগুড়া সেনানিবাস, বগুড়ায় প্রভাষক নিয়োগ করা হবে, আবেদনের শেষ তারিখ 28 April 2019.
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে নিয়োগ
পদের নাম: প্রভাষক (পদার্থ বিজ্ঞান) -01 জন।
বেতন: 21000-53060 টাকা
Education Qualification : সরকারী স্বীকৃতঅনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান)সহ স্নাতকোতর ডিগ্রি সনদপ্রাপ্ত।
আরও পড়ুন>> সোনালী ব্যাংক এর আমানত স্কিমের নাম ও সুবিধা সমুহ
পদের নাম: প্রভাষক (গণিত) -01 জন।
বেতন: 21000-53060 টাকা
Education Qualification : প্রভাষক গণিত / সরকারী স্বীকৃত অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি সনদপ্রাপ্ত।
শর্তাবলি : নির্বাচিতনের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, উৎসব ভাতা, পোষাক, ভাতা, পরিবার নিপা প্রকল্প সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্রচুইটি সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
শিক্ষা জীবনে কোন ক্ষেত্রেই ৩য় শ্রেণী, বিভাগ/সমমানের জিপিএ গ্রহণযোগ্য হনে। চাকরি রত প্রার্থী অবশ্যই যথাযথ অনুমতি সাপেক্ষে আবেদনপত্র জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং মোবাইল নম্বর সহ পূর্ণ বায়োডাট জমা দিতে হবে।
সহকারী পরিদর্শক ১০টি পদে বিজ্ঞপ্তি: দুর্নীতি দমন কমিশন
অফিস সহায়ক ১৪টি পদে ভুমি মন্ত্রণালয়ে চাকরি
অধ্যক্ষ, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বরাবর এবং ট্রাস্ট ব্যাংক লিমিটে, বগুড়া সেনানিবাস শাখা, বগুড়া এ অনুকূলে 500/-(পাঁচশত) টাকার ব্যাংক ড্রাসহ আবেদনপত্র 28 April 2019 তারিখের মধ্যে পৌছাতে হবে। পরীক্ষার তারিখ মোবাইল ফোনে জানানো হবে। নিয়োগ পরীক্ষার জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত জানতে web:www.bcpsc.edu.bd ভিজিট করুন।