ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা সক্রিয় করার নিয়ম

Spread the love

ফোনে ভূমিকম্পের মতো প্রাণঘাতী দুর্যোগ থেকে জীবন রক্ষায় গুগল এনেছে অত্যাধুনিক প্রযুক্তি অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম’। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ৯৮টি দেশে ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা চালু থাকা এই সেবা ইতোমধ্যে কোটি কোটি মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে সহায়তা করেছে।

কীভাবে কাজ করে প্রযুক্তি

২০২০ সালে গুগল প্রথম ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা সিস্টেম চালু করে। স্মার্টফোনে থাকা অ্যাক্সিলারোমিটার সেন্সর ব্যবহার করে ভূমিকম্প শনাক্ত করা হয়। ভূমিকম্পের সময় সাধারণত দুটি কম্পন তরঙ্গ সৃষ্টি হয়—

  • পি-ওয়েভ (P-Wave): দ্রুতগতির, তবে তুলনামূলকভাবে কম ক্ষতিকর।
  • এস-ওয়েভ (S-Wave): ধীরগতি হলেও অত্যন্ত ধ্বংসাত্মক।

কোনো এলাকায় পি-ওয়েভ ধরা পড়লে একাধিক ফোন সেই তথ্য গুগলের সার্ভারে পাঠায়। সার্ভার তাৎক্ষণিক বিশ্লেষণ করে ভূমিকম্পের মাত্রা ও অবস্থান নির্ধারণ করে এবং এস-ওয়েভ পৌঁছানোর আগেই আশপাশের ব্যবহারকারীদের ফোনে সতর্কবার্তা পাঠায়। সাধারণত এই সতর্কবার্তা ১০ থেকে ৬০ সেকেন্ড আগে পাওয়া যায়।

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

বিশ্বব্যাপী সাফল্য

গুগলের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই প্রযুক্তি দিয়ে ১৮,০০০-এর বেশি ভূমিকম্প শনাক্ত হয়েছে এবং পাঠানো হয়েছে ৭৯ কোটিরও বেশি সতর্কবার্তা
২০২৩ সালের তুরস্ক-সিরিয়া ভূমিকম্প (৭.৮ মাত্রা), ফিলিপাইন (৬.৭ মাত্রা), নেপাল (৫.৭ মাত্রা) এবং ২০২৫ সালের তুরস্কের ভূমিকম্পে (৬.২ মাত্রা) এই প্রযুক্তি আগাম সতর্কবার্তা দিয়ে প্রশংসিত হয়।
এক জরিপে দেখা গেছে, ২০২৩-২৪ সালের মধ্যে প্রায় দেড় লাখ মানুষের মধ্যে ৭৯ শতাংশ জানিয়েছেন, এই নোটিফিকেশনের কারণে তারা সময়মতো নিরাপদ আশ্রয়ে যেতে পেরেছেন।

ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা

বাংলাদেশে চালুর সময় ও ব্যবহার পদ্ধতি

২০২২ সালের জুলাই থেকে বাংলাদেশেও এই সেবা কার্যকর করা হয়েছে। ব্যবহারকারীরা চাইলে খুব সহজেই ফোনে এটি সক্রিয় করতে পারেন। এজন্য—

  1. Settings এ প্রবেশ করুন
  2. Safety & Emergency বা Location মেনুতে যান
  3. Location Services বা Earthquake Alerts অপশনটি খুঁজে বের করুন
  4. অপশনটি ON করে দিন

এবার ভূমিকম্প শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে ফোনে সতর্কবার্তা পাওয়া যাবে।

প্রযুক্তির সীমাবদ্ধতা

তবে গবেষকদের মতে, এই প্রযুক্তি সবসময় শতভাগ নির্ভুল নয়। ভূমিকম্পের মাত্রা নির্ধারণে কখনো ভুল হতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে নোটিফিকেশন আসতে দেরিও হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, গুগলের ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা প্রযুক্তি নিয়মিত উন্নয়ন পেলে ভবিষ্যতে এটি দুর্যোগ ব্যবস্থাপনায় এক যুগান্তকারী ভূমিকা রাখবে।

আরো খবর:  ফ্ল্যাট কিনে প্রতারিত হতে না চাইলে মেনে চলুন ১০টি কৌশল

 

Loading spinner

Check Also

Asia Cup 2025 India vs Pakistan T20: উত্তেজনার ম্যাচে কে জিতবে আজ?

Spread the loveAsia Cup 2025 India vs Pakistan T20 – ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *