ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চাকুরীর বিজ্ঞপ্তি

Spread the love

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দেশের অন্যতম জরুরি সেবামূলক প্রতিষ্ঠান, যা অগ্নি নির্বাপন, উদ্ধার কার্যক্রম ও দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জীবন ও সম্পদ রক্ষার মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠানে চাকরি মানে শুধু একটি কর্মসংস্থান নয়, বরং মানবতার সেবায় আত্মনিয়োগ করার সুযোগ।

যোগ্য, সাহসী ও পরিশ্রমী প্রার্থীদের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাকরি একটি গৌরবময় পেশা, যেখানে দায়িত্বশীলতা, শৃঙ্খলা এবং ত্যাগের মানসিকতা সবচেয়ে বেশি গুরুত্ব পায়। সরকারি চাকরির সুবিধার পাশাপাশি এখানে রয়েছে সম্মান, প্রশিক্ষণ ও পদোন্নতির সুব্যবস্থা।

পদের নাম: ফায়ার সার্ভিস ফায়ারম্যান (পুরুষ) (Fireman (Male)
পদের সংখ্যা: 572
বেতন: 8800-21310 Tk
শিক্ষাগত যোগ্যতা: Secondary School Certificate or equivalent পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: Height – 5 feet 4 inches, Chest size -32

পদের নাম: ফায়ার সার্ভিস ডুবুরি (পুরুষ)
পদের সংখ্যা: 11 জন
বেতন: 8800-21310 Tk
শিক্ষাগত যোগ্যতা: Secondary School Certificate or equivalent পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: Height – 5 feet 4 inches, Chest size -32

বয়স: সকল পদের জন্য 01-03-2019 তারিখ হিসেবে 18 থেকে 30 বছর। মুক্তিযুদ্ধা ও অন্যান্য কোটায় 18 থেকে 32 বছর পর্যন্ত।

Google News বিস্তারিত জানতে Google News অনুসরণ করুন

আবেদনের সময়: সকল প্রার্থীকে Online আবেদন করতে হবে। Online শুরুর তারিখ-১৫-০৩-২০১৯ সকাল ১০ টা হতে ২৭-০৩-২০১৯ তারিখ পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে Online ফি প্রদান করতে হবে।

আবেদন করার নিয়মবাবলী: http://fscd.teletalk.com.bd/home.php এই ওয়েব সাইটে আবেদন পুরণ করতে হবে। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। ফি প্রদান করার জন্য Teletalk pre-paid mobile মাধ্যমে ২টি SMS করতে হবে।
SMS করার নিয়ম: প্রথম SMS: FSCDUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
দ্বিতীয় SMS: FSCDYesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

প্রবেশপত্র পাবার নিয়ম: SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদিত সম্বলিত প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট (Color print) করে নিতে হবে। প্রার্থীকে প্রবেশপত্রটি লিখিত ও মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে।

বি:দ্র: All educational qualification certificates, চেয়ারম্যান সনদ, অভিভাবকের অনুমতি পত্র, Photo, Admit Card ইত্যাদি পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে।

আরও পড়ুন>>রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *