কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি জাতীয় পর্যায়ের একটি ঋণদানকারী বেসরকারী উন্নয়নমূলক সংস্থা। PKSF-এর আর্থিক সহযোগিতায় ঋণ কার্যক্রমে জরুরী ভিত্তিতে নিম্নক্ত পদে যোগ্য ও অভিজ্ঞ জনবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের স্ব-হস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে।
১। পদের নামঃ পরিচালক(ঋণ কার্যক্রম) ০১ জন।
শিক্ষাগত যাগ্যতাঃ স্নাতকোত্তর
বেতনঃ ১,০০,০০০-১,১০,০০০/= টাকা।
২। পদের নাম : জোনাল ম্যানেজার। ০২ জন।
শিক্ষাগত যাগ্যতা: স্নাতকোত্তর
বেতনঃ ৬০,০০০-৬৫,০০০/= টাকা।
৩। পদের নাম : চীফ অডিট অফিসার। ০১ জন।
এম,কম(হিসাববিজ্ঞান)
বেতনঃ ৪০,০০০-৪৫,০০০/= টাকা
৪। এলাকা ব্যবস্থাপক ০৫ জন
শিক্ষাগত যাগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
বেতনঃ ৩০,০০০-৩৫,০০০/= টাকা।
আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম
৫ | পদের নাম : অডিট অফিসার ০৪ জন
শিক্ষাগত যাগ্যতা: এম কম, (হিসাববিজ্ঞান)
বেতনঃ ২৫,০০০-২৬,০০০/=টাকা।
৬ | পদের নাম : শাখা ব্যবস্থাপক ১৫ জন।
শিক্ষাগত যাগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
বেতনঃ ২৬,০০০/=টাকা।
৭ | পদের নাম : হিসাবরক্ষক কাম আইটি সহকারী ২০ জন
শিক্ষাগত যাগ্যতা: এম কম/বি কম।
বেতনঃ১৮,০০০/=টাকা।
৮ | পদের নাম : ক্রেডিট অফিসার ৫০ জন।
শিক্ষাগত যাগ্যতা: সাতক/স্নাতকোত্তর
বেতনঃ১৮,০০০/=টাকা।
আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে
সংশ্লিষ্ঠ পদে প্রকৃত অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য ও বেতন আলোচনা সাপেক্ষে।
১-৭ নং পদপ্রার্থীর সংশ্লিষ্ঠ পদের বাস্তব অভিজ্ঞতা না থাকলে আবেদনপত্র বাতিল বলে বিবেচিত হবে। সকল পদের জন্য লাঞ্চভাতা প্রযোজ্য।
১ নং পদের প্রার্থীকে ইংরেজিতে কথা বলা ও লেখার দক্ষতা এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।
আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২৭ ফেব্রুয়ারী ২০২০ -এর মধ্যে তিন কপি ছবি, জাতীয় পরিচয় পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি ও মোবাইল নম্বরসহ আবেদনপত্র নির্বাহী পরিচালক, পিসিডি, পাবনা ঠিকানায় পৌছানাের জন্য বলা হলো।
শিক্ষানবিশকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো, বাৎসরিক ইনক্রিমেন্ট, ৩ টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য। বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে ভিজিট করুন: www.pcdbd.org।