প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি) নিয়োগ

Spread the love

কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি জাতীয় পর্যায়ের একটি ঋণদানকারী বেসরকারী উন্নয়নমূলক সংস্থা। PKSF-এর আর্থিক সহযোগিতায় ঋণ কার্যক্রমে জরুরী ভিত্তিতে নিম্নক্ত পদে যোগ্য ও অভিজ্ঞ জনবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের স্ব-হস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে।

১। পদের নামঃ পরিচালক(ঋণ কার্যক্রম) ০১ জন।
শিক্ষাগত যাগ্যতাঃ স্নাতকোত্তর
বেতনঃ ১,০০,০০০-১,১০,০০০/= টাকা।

২। পদের নাম : জোনাল ম্যানেজার। ০২ জন।
শিক্ষাগত যাগ্যতা: স্নাতকোত্তর
বেতনঃ ৬০,০০০-৬৫,০০০/= টাকা।

৩। পদের নাম : চীফ অডিট অফিসার। ০১ জন।
এম,কম(হিসাববিজ্ঞান)
বেতনঃ ৪০,০০০-৪৫,০০০/= টাকা

৪। এলাকা ব্যবস্থাপক ০৫ জন
শিক্ষাগত যাগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
বেতনঃ ৩০,০০০-৩৫,০০০/= টাকা।

আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম

৫ | পদের নাম : অডিট অফিসার ০৪ জন
শিক্ষাগত যাগ্যতা: এম কম, (হিসাববিজ্ঞান)
বেতনঃ ২৫,০০০-২৬,০০০/=টাকা।

কমিউনিটি ডেভেলপমেন্ট

৬ | পদের নাম : শাখা ব্যবস্থাপক ১৫ জন।
শিক্ষাগত যাগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
বেতনঃ ২৬,০০০/=টাকা।

৭ | পদের নাম : হিসাবরক্ষক কাম আইটি সহকারী ২০ জন
শিক্ষাগত যাগ্যতা: এম কম/বি কম।
বেতনঃ১৮,০০০/=টাকা।

৮ | পদের নাম : ক্রেডিট অফিসার ৫০ জন।
শিক্ষাগত যাগ্যতা: সাতক/স্নাতকোত্তর
বেতনঃ১৮,০০০/=টাকা।

আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে

সংশ্লিষ্ঠ পদে প্রকৃত অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য ও বেতন আলোচনা সাপেক্ষে।

১-৭ নং পদপ্রার্থীর সংশ্লিষ্ঠ পদের বাস্তব অভিজ্ঞতা না থাকলে আবেদনপত্র বাতিল বলে বিবেচিত হবে। সকল পদের জন্য লাঞ্চভাতা প্রযোজ্য।

১ নং পদের প্রার্থীকে ইংরেজিতে কথা বলা ও লেখার দক্ষতা এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।
আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২৭ ফেব্রুয়ারী ২০২০ -এর মধ্যে তিন কপি ছবি, জাতীয় পরিচয় পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি ও মোবাইল নম্বরসহ আবেদনপত্র নির্বাহী পরিচালক, পিসিডি, পাবনা ঠিকানায় পৌছানাের জন্য বলা হলো।

শিক্ষানবিশকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো, বাৎসরিক ইনক্রিমেন্ট, ৩ টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য। বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে ভিজিট করুন: www.pcdbd.org।

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *