প্রেমজীবন
আশিকুজ্জামান জুয়েল
প্রেমকেলীতে মত্ত হয়ে
সুখের ঘুমে যাওয়া
আমার কুটির প্রেমের কুটির
সোনার পাতায় ছাওয়া।
প্রভাত প্রেমের খোলা হাওয়ায়
আমরা ভেসে বেড়ায়
শিশির ভেজা ঘাস এসে ভাই
মোদের পা টা ধোঁয়ায়।
সারাদিনের কাজের মাঝেও
প্রেম যে করে খেলা
সরষে ফুলের হলদে হাওয়ায়
বসায় প্রেমের মেলা।
নিড়িয়ে রাখি প্রেমের বাগান
ফুল যে ফোঁটায় সুখে
সুখের এ ফুল গভীর করে
চুম দিয়ে যায় মুখে।
কালো মেঘে ভরা আকাশ
কভু আসেনি এ জীবনে
স্বপ্নীল প্রেমে ভরা জীবন
সুখ হাসে মোর প্রাণে।
প্রেমের কুটির সোনার পাথর
নেইকো কোন খাদ
প্রেম আবেশে রাঙিয়ে জীবন
করবো কিস্তিমাত।
আহা! জীবন
আশিকুজ্জামান জুয়েল
জীবন নাকি ছুটে চলা
কত অজুহাত,
জীবন নাকি অযুত নিযুত
হাতছানির এক হাত।
জীবন নাকি থরে থরে
সাজানো এক সারি,
দিলাম কতো পেলাম কতো
কান্না হাসির জারী।
হাসছি যতো কাঁদছিও ততো
ধরে যতো সব আশা,
সবই নাকি লুক্কায়িত
আধ্যাত্মিক এক ভাষা।
জীবন নাকি ছুটে চলা
কিছু মোহের পিছে,
ঘটে যাহা সব মায়াবী
সবই নাকি মিছে।
জীবন নাকি মোহের ঘোরে
চোখ বুজা এক অন্ধ,
সকল কিছু সাঙ্গ করে
মৃত্যুই নাকি শেষ ছন্দ।।
আরও পড়ুন >> আমার ছোট গাঁয়ে কবি – আশিকুজ্জামান জুয়েল