25 April 2019 নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-০৭ (সাত)টি
বেতন স্কেল: 11000-26590/- টাকা (১৩ নং গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা:
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী
খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।
গ) কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
ঘ) কম্পিউটার মুদ্রাক্ষর গতি নিম্নরূপ:
১) বাংলা: প্রতি মিনিটে সর্বনিম্ন 25 Words এবং ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 30 Words.
২) সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে 45 Words এবং ইংরেজিতে প্রতি সর্বনিম্ন 70 Words.
আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে
শর্তাবলী:
১। আবেদনকারীগণকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত রয়েছে অনলাইন আবেদন ফরমে এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে।
৩। মুদ্রিত/হস্তলিখিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকডাযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে।
বয়স সীমা (25 April 2019 তারিখ অনুযায়ী):
ক. আবেদনকারীর বয়সসীমা 18-30 বছরের মধ্যে হতে হবে।
খ. মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা/শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বয়সসীমা 18-32 বছর।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
ক. পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://mopme.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ: Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: 30 April 2019 সকাল 10.00 AM টা।
Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: 20 May 2019 বিকাল 05.00PM টা।
পরীক্ষার ফি: 112/(একশত বার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।