প্রাথমিকে সহকারী শিক্ষক Primary Teacher নিয়োগ

Spread the love

Primary Assistant Teacher নিয়োগ পরীক্ষার Timetable আগামী সপ্তাহে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা। জাতীয় শিক্ষা সপ্তাহ আয়োজনে শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছানো হয়েছিল। April এর মাঝামাঝি থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তবে এপ্রিল মাসে HSC পরীক্ষা চলার কারণে শেষ পর্যন্ত সময়সূচি আরো পেছানোও হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।

Primary Assistant Teacher নিয়োগ পরীক্ষার Timetable আগামী সপ্তাহে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা। জাতীয় শিক্ষা সপ্তাহ আয়োজনে শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছানো হয়েছিল। April এর মাঝামাঝি থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তবে এপ্রিল মাসে HSC পরীক্ষা চলার কারণে শেষ পর্যন্ত সময়সূচি আরো পেছানোও হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।

আরও পড়ুন>> Top 5 Best New Wireless Webcam for PC

আরও পড়ুন>>রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

মন্ত্রণালয় থেকে জানা যায়, Written Test শতভাগ প্রস্তুতি থাকলেও 13 March 2019 জাতীয় শিক্ষা সপ্তাহ হওয়ায় Primary Assistant Teacher নিয়োগের লিখিত পরীক্ষা 15 March 2019 পিছিয়ে দেয়া হয়। বর্তমানে নতুন করে আবারও নিয়োগ পরীক্ষার সময় নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে Ministry of Primary and Mass Education. এ লক্ষ্যে মন্ত্রণালয়ে সভা করে সময়সূচি নির্ধারণ করা হবে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (DPE) Director General এ এফ এম মনজুর কাদির বলেন, Primary Assistant Teacher নিয়োগের লিখিত পরীক্ষা 15 March 2019 থেকে শুরু করার কথা থাকলেও তা পিছিয়ে দেয়া হয়। বর্তমানে এ পরীক্ষার জন্য নতুন করে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, এ বিষয়ে April Frist Week সিদ্ধান্ত নিতে মন্ত্রণালয়ে সভা হওয়ার কথা রয়েছে। সভায় পরীক্ষা-সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। পরীক্ষায় আবেদনকারী বেশি হওয়ায় কয়েকটি ধাপে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে। পরীক্ষার জন্য শতভাগ প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সারাদেশে 12 হাজার পদে 24 লাখের বেশি আবেদনকারী হওয়ায় এবার প্রথমবারের মতো লিখিত পরীক্ষা কয়েকটি ধাপে আয়োজন করা হবে। ফলও প্রকাশিত হবে আলাদাভাবে। যে জেলার পরীক্ষা আগে শেষ হবে সেখানে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে Written Test আয়োজন করা হবে।

আরো বিনোদন ও চাকুরীর খবর পেতে ভিজিট করুন

Check Also

রোকেয়া সাখাওয়াত

রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা রচনা ও জীবনী 100

Spread the loveভূমিকা (রোকেয়া সাখাওয়াত হোসেন) : রোকেয়া সাখাওয়াত হোসেনকে বলা হয় বাংলার নারী জাগরণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *