প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । উক্ত প্রতিষ্ঠানে মোট ৮১টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবে।
প্রতিষ্ঠানের নামঃ প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ
পদের নাম:
১। সহকারী পরিচালক (প্রশাসন) -০৫টি
নুন্যতম স্নাতক সন্মানসহ ২য় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রিী অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রী।
২। সহকারী পরিচালক -১৩টি
নুন্যতম ২য় শ্রেণিতে এমবিএ অথবা অর্থনীতি, লোকপ্রশাসন, ব্যবস্থাপনা, বিজ্ঞানে স্নাতক সন্মানসহ ২য় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রী।
৩। সহকারী পরিচালক -০১টি
বানিজ্য বিভাগে স্নাতক সন্মানসহ ২য় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি।
৪। নিরাপত্তা কর্মকর্তা -০৩টি
স্নাতক ডিগ্রীসহ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার।
৫। সহকারী হিসাবরক্ষক -০৯টি
বানিজ্য বিভাগে নুন্যতম ২য় শ্রেণি। হিসাবরক্ষক/ক্যাশিয়ার পদে ৩ বছরের অভিজ্ঞতা।
৬। জুনিয়র অডিও ভিজ্যুয়াল অফিসার -০১টি
স্নাতক ডিগ্রীসহ ডিজিটাল, স্টিল ফটোগ্রাফী।
৭। নিরাপত্তা পরিদর্শক -০৫টি
এইচএসসি পাশসহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সমমর্যদা সম্পন্ন ব্যক্তি।
৮। ক্যাশিয়ার -০১টি
৯। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর -১৫টি
১০। সার্ভিস বয় -০২টি
১১। সহকারী বাবুর্চী -০২টি
১২। ডিসপাচ রাইডার -০৮টি
১৩। প্লাম্বার সহকারী -০৩টি
আরও পড়ুন >> লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা বাংলা রচনা – প্রবন্ধ
আরও পড়ুন >> Xiaomi 12 Pro কি কি থাকছে এবং দাম কত?
বেতন ও গ্রেড বিজ্ঞপ্তি অনুযায়ী
বয়সঃ (০১ জুলাই ২০২২ ইং হিসেবে ১৮ থেকে ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তিতে পদের পাশে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে।
অভিজ্ঞতাঃ অভিজ্ঞ ব্যাক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের সংখ্যাঃ মোট ৮১ টি
বেতনঃ বিজ্ঞপ্তির পদ অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তি অনুযায়ী
অন্যান্য অভিজ্ঞতাঃ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Online এ আবেদন শুরুর সময়ঃ ০৮ আগষ্ট ২০২২ ইং
Online এ আবেদন শেষের সময়ঃ ৩১ আগষ্ট ২০২২ ইং
পরিক্ষার ফিঃ পরীক্ষা ফি (০১ হতে ০৬ নং) পদের জন্য সর্বমোট ৫০০/- টাকা, ০৭-০৮ পদের জন্য ৪০০ এবং অন্যান্য পদের জন্য ৩০০/- টাকা প্রদান করতে হবে।
পেমেন্ট প্রদানের শেষ তারিখঃ আবেদনের ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট প্রদান করতে হবে।
প্রবেশ পত্র অনলাইন থেকে ডাউনলোড করে রঙ্গিন প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে।
আবেদনের মাধ্যমঃ সম্পুর্ণ Online এর মাধ্যমে
অফিশিয়াল http://bepza.teletalk.com.bd
প্রতিষ্ঠানের আবেদনের ঠিকানাঃ প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ
নিয়োগ বিজ্ঞপ্তির সূত্রঃ দৈনিক ইত্তেফাক 03 আগষ্ট 2022 ইং তারিখে
টিকাঃ মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত, অনলাইনের আবেদন এবং ছবি সহ উপস্থিত হবে হবে।
বিস্তারিত জানতে Google News অনুসরণ করুন |