প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিলিটারি ইঞ্জি(এমইএস)-নিয়োগ

Spread the love

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধিনে মিলিটারি ইঞ্জিনিয়ার্স সার্ভিসেস(এমইএস) এ বিভিন্ন পদে বিপুল সংখ্যক জনবল নিয়োগ।সৎ এবং দক্ষতার ভিত্তিতে জনবল নিয়োগ করবে। আগ্রহীদের নিম্নোক্ত পদসমূহে আবেদন করতে বলা হয়েছে।

আবেদন শুরুঃ ২৩ ফেব্রুয়ারী ২০২০
আবেদনের শেষ তারিখঃ ১৬ মার্চ ২০২০

১।পদের নামঃ ইউডিএ,UDA(upper division assistant)
বেতনঃ ১০২০০-২৪৬৮০/- (গ্রেড ১৪)
শিক্ষাগত যোগ্যতাঃ নুন্যতম স্নাতক বা সমমান
অভিজ্ঞতাঃ কম্পিউটারে বিশেষ দক্ষতা
পদের সংখ্যাঃ ০৮

২।পদের নামঃ ড্রাফট্ম্যান ক্লাস-সি
বেতনঃ ৯৭০০-২৩৪৯০/- (গ্রেড ১৫)
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি বা সমমান/ডিপ্লমা
পদের সংখ্যাঃ ০৮

৩।পদের নামঃ অফিস সহকারি,সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষিক
বেতনঃ ৯৩০০-২২৪৯০/- (গ্রেড ১৬)
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমান
অভিজ্ঞতাঃ কম্পিউটারে বিশেষ দক্ষতা
পদের সংখ্যাঃ ৪৩

৪।পদের নামঃ স্টোর ম্যান
বেতনঃ ৯৩০০-২২৪৯০/- (গ্রেড ১৬)
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমান
পদের সংখ্যাঃ ২৩

৫।পদের নামঃ এমটিডি MT Driver
বেতনঃ ৯৩০০-২২৪৯০/- (গ্রেড ১৬)
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাস
অভিজ্ঞতাঃ সরকারি পেশাদার ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত
পদের সংখ্যাঃ ১৯

৬। পদের নামঃ ফটোকপি অপারেটর ( পূর্বের ব্লু প্রিন্টার)
বেতনঃ ৮৮০০-২১৩১০/- (গ্রেড ১৮)
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাস
পদের সংখ্যাঃ ০২

৭। পদের নামঃ ফটোকপি অপারেটর (পূর্বের জি অপারেটর)
বেতনঃ ৮৮০০-২১৩১০/- (গ্রেড ১৮)
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাস
পদের সংখ্যাঃ ০১

৮।পদের নামঃ অফিস সহায়ক
বেতনঃ ৮২৫০-২০০১০/- (গ্রেড ২০)
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি বা সমমান
পদের সংখ্যাঃ ১৭

৯।পদের নামঃ নিরাপত্তা প্রহরী
বেতনঃ ৮২৫০-২০০১০/- (গ্রেড ২০)
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাস
পদের সংখ্যাঃ ১৬

১০।পদের নামঃ পরিছন্নতা কর্মী
বেতনঃ ৮২৫০-২০০১০/- (গ্রেড ২০)
পদের সংখ্যাঃ ০২

অনলাইনে আবেদন করতে নিচের নিঙ্কে প্রবেশ করুনঃ
 http://mes.teletalk.com.bd

আরও বিস্তারিত  নিচের সার্কুলারেঃ

গুরুত্বপূর্ণ নির্দেশনাঃ
১।আবেদনকারির বয়স অবশ্যই ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে
২।আবেদন অনলাইনে করতে হবে
৩।আবেদনকারিকে লিখিত এবং মৌখিক পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে।

আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে

Check Also

হিসাব সহকারী

হিসাব সহকারী ১১৯টি পদে গণপূর্ত অধিদপ্তরে চাকরি

Spread the loveহিসাব সহকারী ১১৯টি পদে গণপূর্ত অধিদপ্তরে চাকরি প্রতিষ্ঠানঃ গণপূর্ত অধিদপ্তর (Public Works Department …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *