প্রতিরক্ষা মন্ত্রণালয় কন্ট্রোলার জেনারেল চাকরি

Spread the love

প্রতিরক্ষা মন্ত্রণালয় কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স লোক নিয়োগ করা হবে, 15 April 2019 থেকে 05 May 2019 তারিখের মধ্যে উক্ত পদে আবেদন করতে হবে।

১। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: 22টি
বেতন : 8250-20010 টাকা
Education Qualification: অষ্টম শ্রেণি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

২। পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: 08টি
বেতন স্কেল: 8250-20010 টাকা
Education Qualification: অষ্টম শ্রেণি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

৩। পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী
পদ সংখ্যা: 01টি
বেতন স্কেল: 8250-20010 টাকা
Education Qualification: অষ্টম শ্রেণি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে বাস্তাব অভিজ্ঞতা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়
প্রতিরক্ষা মন্ত্রণালয়

যে সকল জেলার লোক আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, লক্ষীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, মুন্সিগঞ্জ, নরায়নগঞ্জ, নরসিংগী, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, চাঁদপুর, খাগড়াছড়ি,  জয়পুরহাট, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, বাগেরহাট, মেহেরপুর, ভোলা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ, পাবনা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ।

বয়স: 22 April 2019 হিসেবে 18 হতে 30 বছর।

আবেদন: Online এর মাধ্যমে আবেদন করাতে হবে। (http://egdf.teletalk.com.bd)
প্রতিরক্ষা মন্ত্রণালয়  আবেদনের সময়: 15 April 2019 থেকে 05 May 2019 তারিখ বিকাল ৫টা পর্যন্ত।

পরীক্ষার ফি: Online এর মাধ্যমে আবেদন করার 72 ঘন্টার মধ্যে 50 টাকা ফি প্রদান করতে হবে। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন।

New Jobs

শুভ সকাল রোমান্টিক মেসেজ

শুভ সকাল রোমান্টিক মেসেজ, সেরা ছন্দ ও এসএমএস 200টি

বিয়ের পর ওজন কেন বাড়েবিয়ে নিয়ে ১০০টি ক্যাপশন, স্ট্যাটাস, ছন্দ ও মজার উক্তি

Check Also

গণপূর্ত অধিদপ্তরে অফিস সহায়ক

গণপূর্ত অধিদপ্তরে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও মালি পদে চাকরি

Spread the loveগণপূর্ত অধিদপ্তরে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও মালি পদে চাকরি ২০২৫ বাংলাদেশ গণপূর্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *