পদের নাম ও সংখ্যা: লঞ্চ ড্রাইভার (Launch driver) -01 জন
বেতন ও গ্রেড: 9700-23490 Tk
Educational Qualifications and Experience: অষ্টম শ্রেণী পাস এবং নৌ পরিবহন অধিদপ্তর হতে ইঞ্জিন চালকদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ও সংশ্লিষ্ট কাজে পূর্বে অভিজ্ঞতা।
পদের নাম ও সংখ্যা: সারেং (Sarang) -01 জন
বেতন ও গ্রেড: 9700-23490 Tk
Educational Qualifications and Experience: অষ্টম শ্রেণী পাস এবং নৌ পরিবহন অধিদপ্তর হতে মাস্টার কমপিটিশন টেস্টে উত্তীর্ণ হতে হবে ও সংশ্লিষ্ট কাজে পূর্বে অভিজ্ঞতা।
আরও পড়ুন>> Top 5 Best New Wireless Webcam for PC
আরও পড়ুন>>রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম ও সংখ্যা: বাবুচী (Cook) -01 জন
বেতন ও গ্রেড: 8250-20010 Tk
Educational Qualifications and Experience: অষ্টম শ্রেণী পাস এবং উক্ত কাজে ৩ বছরের পূর্বে অভিজ্ঞতা।
পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক (Office Assistant) -01 জন
বেতন ও গ্রেড: 8250-20010 Tk
Educational Qualifications and Experience: অষ্টম শ্রেণী পাস।
পদের নাম ও সংখ্যা: পরিচ্ছন্নতাকর্মী (Cleaner) -04 জন
বেতন ও গ্রেড: 8250-20010 Tk
Educational Qualifications and Experience: অষ্টম শ্রেণী পাস।
পদের নাম ও সংখ্যা: সুকানী (Sukani) -01 জন
বেতন ও গ্রেড: 8250-20010 Tk
Educational Qualifications and Experience: অষ্টম শ্রেণী পাস এবং উক্ত কাজের পূর্বে অভিজ্ঞতা।
পদের নাম ও সংখ্যা: গ্রীজার (Gregor) -05 জন
বেতন ও গ্রেড: 8250-20010 Tk
Educational Qualifications and Experience: অষ্টম শ্রেণী পাস এবং উক্ত কাজের পূর্বে অভিজ্ঞতা।
শর্তাবলী: পুলিশ সুপার, খুলনা বরাবর দরখাস্ত লিখতে লিখতে হবে এবং এই ঠিকানায় দরখাস্ত পাঠাতে হবে।www.mopa.gov.bd ঠিকানায় নির্ধারিত ফরমে দরখাস্ত পুরণ করতে হবে। বয়স : ১৮ হতে ৩০ বছরের মধ্যে। পরীক্ষা ফি বাবদ: 1-2211-0000-2031 কোডে চালান প্রদান করতে হবে। ১ হতে ০২ পদের জন্য ১০০ টাকা ০৩ হতে ০৭ পদের জন্য ৫০ টাকা ফি প্রদান করে চালানের মূল কপি দরখাস্তের সাথে প্ররণ করতে হবে। দরখাস্তের সাথে ১০ টাকার ঠিকানা সহ ফেরত খাম পাঠাতে হবে।08-04-2019 তারিখ দরখাস্ত পাঠানোর শেষ তারিখ।