পুলিশ কেন্দ্রীয় হাসপাতাল, ঢাকা, ৫টি বিভাগীয় পুলিশ হাসপাতাল (রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট) ও বাংলাদেশ পুলিশ একাডেমি হাসপাতাল, মারদার নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়ােগের জন্য পদের পাশ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://eph.teletalk.com.bd) এই ওয়েবসাইটে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
১। মেডিকেল টেকনােলজিস্ট (রেডিওগ্রাফি) ০৩(তিন)
বেতন: ১২৫০০-৩০২৩০/
২। মেডিকেল টেকনােলজিস্ট (ল্যাবরেটরি) ১৫(পনের)
বেতন: ১২৫০০-৩০২৩০/
৩। মেডিকেল টেকনােলজিস্ট (প্যাথ বিটি) ০৬ (ছয়)
বেতন: ১২৫০০-৩০২৩০/
৪।মেডিকেল টেকনােলজিষ্ট (ডেন্টাল)- ০৭(সাত)
বেতন: ১২৫০০-৩০২৩০/
৫। মেডিকেল টেকনােলজিস্ট (ফিজিওথেরাপিস্ট) -০২ (দুই)
বেতন: ১২৫০০-৩০২৩০/
সকল পদের শিক্ষাগত যোগ্যতা: কোনাে স্বীকৃত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনােলজিতে ডিপ্লোমা ডিগ্রী।
৬। ফার্মাসিস্ট -০৬ (ছয়)
শিক্ষাগত যোগ্যতা: কোনাে স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে অন্যন ০৩(তিন) বৎসর মেয়াদি ডিপােমা ডিগ্রি।
বেতন: ১২৫০০-৩০২৩০/
৭। কম্পিউটার অপারেটর – ০২(দুই)
শিক্ষাগত যোগ্যতা: কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
৮। মিডওয়াইফ -০১(এক)
শিক্ষাগত যোগ্যতা: কোনাে স্বীকৃত বোর্ড হতে অন্যন মাধ্যমিক পুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
বেতন: ৯৭০০-২৩৪৯০/
৯। ক্যাশিয়ার – ০১(এক)
শিক্ষাগত যোগ্যতা: কোনাে স্বীকৃত বােড় হইতে বাণিজ্য বিভাগে মাধ্যমিক সাটিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯৩০০-২২৪৯০/
১০। টুয়ার্ড- ০১(এক)
শিক্ষাগত যোগ্যতা: কোনাে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
বেতন: ১৯৩০০-২২৪৯০/
১১। ওয়ার্ড মাস্টার- ০৪(চার)
শিক্ষাগত যোগ্যতা: কোনাে স্বীকৃত বাের্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯৩০০-২২৪৯০/
১২। ড্রাইভার- ০২(দুই)
শিক্ষাগত যোগ্যতা: কোনাে স্বীকৃত বাের্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯৩০০-২২৪৯০/=
শর্তাবলী:
১। জমাদান শুরুর তারিখ ও সময় ঃ ০৯/০৮/২০২১খ্রি. সকাল১০.০০ টা।
২। জমাদানের শেষ তারিখ ও সময় ঃ ৩০/০৮/২০২১খ্রি. বিকেল ০৫.০০ টা।
৩। ক. আবেদনের ঠিকানা: বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ওয়েবসাইট (https://cph.police.gov.bd) পাওয়া যাবে।
খ. চাকরি প্রার্থীগণকে http://eph,teletalk.com.bd ওয়েবসাইটে উল্লেখিত লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।