পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ 2025

Spread the love

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PUST) বিভিন্ন পদে ৪৭ জন লোক নিয়োগ করা হবে,
আবেদন করার শেষ তারিখ 27 April 2019 ইং।

১। পদের নাম: সেকশন অফিসার-04 জন
বেতন: 22000-53060 টাকা
Education Qualification: স্নাতকসহ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রির অধিকারী হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ের
১ম শ্রেণি প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া।
বয়স: অনুর্ধ ৩০ বছর।

২। পদের নাম: সেকশন অফিসার/প্রটোকল অফিসার (উপাচার্য মহোদয়ের দপ্তর)-01 জন
বেতন: 22000-53060 টাকা
Education Qualification: স্নাতকসহ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রির অধিকারী হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ের উভয়টিতে ১ম শ্রেণি প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে।
বয়স: অনুর্ধ ৩০ বছর।

৩। পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা-01 জন
বেতন: 22000-53060 টাকা
Education Qualification: বাণিজ্যে স্নাতকসহ স্নাতকোত্তর/ এমবিএ (হিসাব বিজ্ঞান ফিন্যান্স) ডিগ্রির অধিকারী হতে হবে । স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ের উভয়টিতে ১ম শ্রেণি প্রাপ্তদের অগ্রাধিকার ।
বয়স: ৩০ বছর ।

৪।পদের নাম: বাজেট অফিসার- 01 জন
বেতন: 22000-53060 টাকা
Education Qualification: বাণিজ্যে স্নাতকসহ স্নাতকোত্তর/ এমবিএ (হিসাব বিজ্ঞান ফিন্যান্স) ডিগ্রির অধিকারী হতে হবে।
স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ের উভয়টিতে ১ম শ্রেণি প্রাপ্তদের অগ্রাধিকার।
বয়স: ৩০ বছর ।

Google News বিস্তারিত জানতে Google News অনুসরণ করুন

 

৫। পদের নাম: সহকারী নিরাপত্তা কর্মকর্তা-01 জন
বেতন: 16000-38640 টাকা
Education Qualification: স্নাতকসহ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রির অধিকারী হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ের উভয়টিতে ১ম শ্রেণি প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং সুঠাম ৩৮৬৪০) দেহের অধিকারী হতে হবে।
বয়স: ৩০ বছর।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

৬। উপ-সহকারী/প্রকৌশলী (তড়িৎ কৌশল)-01 জন।
বেতন: 16000-38640 টাকা
Education Qualification: বিএসসি ইঞ্জিনিয়ারিং (তড়িৎকৌশল)/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ২য় শ্রেণির সমমানের ডিপ্লোমাধারী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে ।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তিঅন্যান্য পদ সমূহ:
(৭) নার্স -01 জন, (৮) ক্যালিওগ্রাফার -01 জন, (৯) টেকনিশিয়ান -01 জন,
(১০) অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর -01জন, (১১) ল্যাব টেকনিশিয়ান -07 জন,
(১২) ল্যাব টেকনিশিয়ান – 07জন (১৩) ফটোকপি মেশিন অপারেটর- 01জন,
(১৪) ল্যাব এ্যাটেনডেন্ট -05 জন, (১৫) কারপেন্টার -01 জন, (১৬) পাম্প অপারেটর- 01 জন,
(১৭) অফিস সহায়ক -02 জন, (১৮) ম্যাসেঞ্জার -01 জন, (১৯) নিরাপত্তা প্রহরী -05 জন,
(২০) মালী -01 জন, (২১)সহকারী চাকুর্চি -02 জন এবং (২২) টেবিল বয় -02 জন।

আবেদনপত্র দাখিলের শেষ তারিখ 27 April 2019 ইং। সকল আবেদনপত্র রেজিস্ট্রার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজাপুর, পাবনা, বরাবরে উক্ত তারিখের (27 April 2019) মধ্যে কার্যদিবসে (সরকারি ছুটির দিন ব্যতীত) অফিস চলাকালীন সময়ে (9.00AM থেকে 5.00PM) কেবলমাত্র ডাকযোগে পৌছাতে হবে।

ক) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ।
খ) সকল পদের প্রার্থীদের জন্য 07 সেট আবেদনপত্র জমা দিতে হবে।
গ) মূল আবেদনপত্রের সাথে নিজ ঠিকানা সম্বলিত 10/- টাকার ডাকটিকিটসহ ফেরত খাম সংযুক্ত করতে হবে ।
ঘ) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর অনুকুলে জনতা ব্যাংক লিমিটেড-এর যে কোন শাখা হতে 01-07 নং পদের প্রার্থীদের 500/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এবং 8-22 নং পদের প্রার্থীদের 300/- টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ডাফট/পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নং, টাকার পরিমাণ ও তারিখ উল্লেখ করতে হবে। এ নিয়োগ বিজ্ঞপ্তি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.pust.ac.bd হতে পাওয়া যাবে। অতিরিক্ত রেজিস্ট্রার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা।

সূত্র : 08 April 2019 বাংলাদেশ পোষ্ট (পৃষ্ঠা-৬)

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *