পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৪৬ জন নিয়োগ

Spread the love

স্মারক নং-২৭.১২.০০০০.১১০.৫১.০০৩.১৯.৯৮৯ তাং-১৬/০৪/২০১৯

পদের নাম: সহকারি জেনারেল ম্যানেজার (ওএন্ডএম. পিএন্ডএম/ ইএন্ড সি)

পদ সংখ্যা: ৪৬ জন
শিক্ষাগত যোগ্যতা: B.sc Degree in electrical/electrical & electronics engineering with
minimum CGPA 2.50 out of 4.00 of GPA 3.00 out of 5.00. Computer literacy is a must
বেতন: ৪১,৮০০/
বয়সসীমা: ০২/০৩/২০২০ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২বছর, এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সর্বশেষ সময়ঃ ০২-০৩-২০২০ খ্রিঃ তাৰিখ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।

আরও পড়ুন >> Q-cash ATM Services – কিউ ক্যাশ এটিএম সার্ভিসেস

পল্লী বিদ্যুতায়ন বোর্ড

Online-এ আবেদনের পদ্ধতিঃ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ : যে কোন ওয়েব ব্রাউজারের মাধ্যমে, http://brebhr.teletalk.com.bd Postat: SCT. Online Application Form পূরণপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য বাপবিবোর্ডের ওয়েব সাইট (http://www.reb.gov.bd) নিয়মিত Visit করতে হবে।

সূত্র : ফিন্যান্সিয়াল এক্সপ্রেস (পৃষ্ঠা-১৯)

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে 

Check Also

গণপূর্ত অধিদপ্তরে অফিস সহায়ক

গণপূর্ত অধিদপ্তরে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও মালি পদে চাকরি

Spread the loveগণপূর্ত অধিদপ্তরে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও মালি পদে চাকরি ২০২৫ বাংলাদেশ গণপূর্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *