পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)
এর নিম্নলিখিত স্থায়ী পদসমুহে কর্মকর্তা নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।

03. পদের নাম: উপ-ব্যবস্থাপক (প্রশিক্ষণ) (Sub-Manager (training) – 01 জন।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification): কমপক্ষে ৩টি প্রথম বিভাগ/শ্রেণী/সমমানের সিজিপিএ-সহ যথাযথভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক (Honors) ও স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী। শিক্ষাজীবনের কোন পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণী/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
বেতন (Salary): PKSF এর বেতন কাঠামো ২০১৮ অনুযায়ী 62000/- টাকা

04. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (আইন) (Assistant-Manager (Law) – 01 জন।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification): কমপক্ষে ২টি প্রথম বিভাগ/শ্রেণী/সমমানের CGPA-সহ যথাযথভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক (Honors) ও স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী। শিক্ষাজীবনের কোন পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণী/সমমানের CGPA গ্রহণযোগ্য হবে না। প্রার্থীকে অবশ্যই বার কাউন্সিলের তালিকাভূক্ত আইনজীবী হতে হবে।
বেতন (Salary): PKSF এর বেতন কাঠামো ২০১৮ অনুযায়ী 62000/- টাকা

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) উপ-ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপক

এছাড়াও আরো ৩টি পদ ও পদের সংখ্যা :
05. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (Web Application Development & Maintenance) – 01 জন।
06. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (System Administration & Maintenance) – 01 জন।
07. পদের নাম: সহকারী ব্যবস্থাপক – 14 জন।

More Product >> Smart speaker – Echo Dot – Alexa to any room

উপরিউল্লেখিত পদসমূহে নিয়োগকৃত কর্মকর্তাবৃন্দ মূল বেতনের (Mail Salary) 60% বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও সুবিধা, যাতাযাত ভাতা, ভবিষ্যৎ তহবিল, আনুতোষিক, উৎসব ভাতা, গোষ্ঠী বীমা, দেশে শিক্ষারত সন্তানের শিক্ষা ভাতা, গৃহ নির্মাণ ঋণ, অর্জিত ছুটি নগদায়ন-সহ বিধিমালা মোতাবেক অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

প্রার্থীগণকে সংশ্লিষ্ট পদের দায়িত্বাবলী, যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ও আবেদন করার বিস্তারিত নিয়মাবলী PKSF-এর
Wdbsite: http://www.pksf-bd.org/e_recruitment
নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে PKSF – এর সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

গোলাম তৌহিদ
উপ-ব্যবস্থাপনা, পরিচালক, পিকেএসএফ (PKSF)

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

Check Also

জেলা প্রশাসক

জেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveজেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *