পদ্মা ওয়েল Padma Oil কোম্পানী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

Spread the love

পদ্মা ওয়েল কোম্পানী লিমিটেডে (পিওসিএল)-এ নিম্নোক্ত পদসমুহের আগামী 02 ফেব্রুয়ারি 2020 ইং তারিখের মধ্যে Online এর মাধ্যমে আবেদন করতে হবে।

১। পদের নাম: সিনিয়র অফিসার-০১টি
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি।
বেতন: ২৯০০০-৫৭৫১০/- টাকা।

২। পদের নাম: সিনিয়র অফিসার (ইঞ্জিনিয়ারিং)-২টি
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।
বেতন: ২৯০০০-৫৭৫১০/- টাকা।

৩। পদের নাম: সিনিয়র অফিসার (প্রকিউরমেন্ট)-১টি
শিক্ষাগত যোগ্যতা: সম্নানসহ এমকম অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।
বেতন: ২৯০০০-৫৭৫১০/- টাকা।


৪। পদের নাম: সিনিয়র অফিসার (অপারেশন্স)-৩টি
শিক্ষাগত যোগ্যতা: সম্নানসহ স্নাতকোত্তর (পদার্থ/রসায়ন) অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।
বেতন: ২৯০০০-৫৭৫১০/- টাকা।

৫। পদের নাম: সিনিয়র অফিসার (এস্টেট এন্ড লিগ্যাল)-১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রীসহ এলএলবি অথবা এলএলএম।
বেতন: ২৯০০০-৫৭৫১০/- টাকা।

৬। পদের নাম: জুনিয়র অফিসার (সেলস)-১টি
শিক্ষাগত যোগ্যতা: সন্মানসহ মাস্টার্স ডিগ্রী।
বেতন: ২২০০০-৫৩০৬০/- টাকা

৭। পদের নাম: জুনিয়র অফিসার (প্রকিউরমেন্ট)-১টি
শিক্ষাগত যোগ্যতা: সন্মানসহ এমকম ডিগ্রী অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী
বেতন: ২২০০০-৫৩০৬০/- টাকা।

৮। পদের নাম: জুনিয়র অফিসার (ইঞ্জি: এন্ড ডেভেলপমেন্ট)-১টি
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী
বেতন: ২২০০০-৫৩০৬০/- টাকা।

৯। পদের নাম: জুনিয়র অফিসার (এইচআর)-১টি
শিক্ষাগত যোগ্যতা: সন্মানসহ এমকম ডিগ্রী অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী
বেতন: ২২০০০-৫৩০৬০/- টাকা।

১০। পদের নাম: জুনিয়র অফিসার (একাউন্টস)-২টি
শিক্ষাগত যোগ্যতা: সন্মানসহ এমকম ডিগ্রী অথবা সিএ কোর্স সম্পন্নসহ স্নাতকোত্তর ডিগ্রী
বেতন: ২২০০০-৫৩০৬০/- টাকা।

১১। পদের নাম: জুনিয়র অফিসার (রিফুয়েলিং)-৭টি
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স/এমবিএ ডিগ্রী।
বেতন: ২২০০০-৫৩০৬০/- টাকা।

আবেদনের ঠিকানা: অথবা

অনলাইনে আবেদন:
ক) ফরম পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরু : 13 জানুয়ারি 2020 ইং
খ) আবেদনের শেষ তারিখ: 02 ফেব্রুয়ারি 2020 ইং
গ) আবেদন ফি: ১নং থেকে ৫নং পদের জন্য ৩০০/-টাকা এবং অন্যন্য পদের জন্য ২৫০/-টাকা।

Check Also

এইচ এস সি পাসেই চাকরি

এইচ এস সি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও সংস্থা

Spread the loveএইচ এস সি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও সংস্থা। উক্ত সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *