নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর । Job Circular 2022

Spread the love

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এ একাধিক ক্যাটাগরিতে মোট ২৮৮ টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবে।

প্রতিষ্ঠানের নামঃ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর

পদের নামঃ
১। পিএটু অধ্যক্ষ -০৪টি
২। অফিস তত্ত্বাবধায়ক -০১টি
৩। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর -০২টি
৪। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর -০২টি
৫। লাইব্রেরিয়ান -০১টি
৬। ল্যাবরেটরি সহকারী -০১টি
৭। ডাটা এন্ট্রি অপারেটর -০১টি
৮। ল্যাব এ্যাসিসটেন্ট – ১৩টি
৯। স্টোর কিপার -০৪টি
১০। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক -১৮টি

আরও পড়ুন >> বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ

১১। ক্যাশিয়ার -১১টি
১২। সহকারী লাইব্রেরিয়ান -০৩টি
১৩। লাইব্রেরি সহকারী -০২টি
১৪। হাউজ কিপার -০২টি
১৫। হোম সিস্টার -০৯টি
১৬। আটিস্ট -০১টি
১৭। রেকর্ড কিপার -০১টি
১৮। অফিস সহায়ক -৯৮টি
১৯। টেবিল বয় -১১টি
২০। নিরাপত্তা প্রহরী -২৯টি
২১। মালী -০৬টি
২২। বাবুর্চি / সহকারী বাবুর্চি -৪১টি
২৩। পরিচ্ছন্নতা কর্মী -২৫টি

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর

আরও পড়ুন >> টবে ছাদে ড্রাগন ফল চাষ পদ্ধতি । গাছের রোগব্যাধি

পদের সংখ্যাঃ মোট ২৮৮ টি
বেতনঃ (২০০১০/- হতে ২৬৫৯০/- টাকা) বিজ্ঞপ্তির পদ অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর হতে হবে
অন্যান্য অভিজ্ঞতাঃ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীর বয়সঃ ১৮ হতে ৩৫ বছর পর্যন্ত
Online এ আবেদন শুরুর সময়ঃ ২১ এপ্রিল ২০২২ ইং
Online এ আবেদন শেষের সময়ঃ ১৬ মে ২০২২ ইং
পেমেন্ট প্রদানের শেষ তারিখঃ আবেদনের ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট প্রদান করতে হবে।
আবেদন ফিঃ (১নং-১৬নং পদের জন্য )১০০/- টাকা এবং অন্যান্য পদের জন্য ৫০/- টাকা (Teletalk Mobile এর মাধ্যমে প্রদান করতে হবে)
আবেদনের মাধ্যমঃ সম্পুর্ণ Online এর মাধ্যমে

zohabd-apply button
নার্সিং ও মিডওয়াইফারি অফিশিয়াল http://www.dgnm.gov.bd এবং আবেদন ঠিকানা: http://dgnm.teletalk.com.bd
প্রতিষ্ঠানের আবেদনের ঠিকানাঃ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
নিয়োগ বিজ্ঞপ্তির সূত্রঃ দৈনিক ইত্তেফাক ২১ এপ্রিল ২০২২ ইং তারিখে
টিকাঃ মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত, অনলাইনের আবেদন এবং ছবি সহ উপস্থিত হবে হবে।

Check Also

হিসাব সহকারী

হিসাব সহকারী ১১৯টি পদে গণপূর্ত অধিদপ্তরে চাকরি

Spread the loveহিসাব সহকারী ১১৯টি পদে গণপূর্ত অধিদপ্তরে চাকরি প্রতিষ্ঠানঃ গণপূর্ত অধিদপ্তর (Public Works Department …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *