নাটোরে প্রবেশ পথ বন্ধ করোনা ভাইরাসের সংক্রামন

Spread the love

নাটোরে প্রবেশ পথ বন্ধ করোনা ভাইরাসের সংক্রামন

দেশে প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রামন বাড়ছে লাফিয়ে লাফিয়ে। করোনা ভাইরাসের সংক্রামণ রোধে রাধে গত ২৪ মার্চ থেকে শুরু করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওষুধ ও খাদ্য সামগ্রীর দোকান ব্যতীত হাট-বাজার, দোকানপাট, বিপণিবিতান, গণপরিবহ, মিল-কল কারখানা বন্ধ করতে দেশ ব্যাপী সরকারী নির্দেশনা দিয়েছে প্রশাসনকে।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে অন্য জেলা থেকে নাটোর জেলায় প্রবেশ বন্ধ করে দিয়েছে নাটোর জেলা পুলিশ। আজ শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকে বনপাড়া-হাটিকুমরুল-বঙ্গবন্ধু সড়ক,নাটোর-বগুড়া-উত্তরাঞ্চল ও নাটোর-পাবনা-দক্ষিনাঞ্চল।

আরো পড়ুন: FDR এফডিআর কোন ব্যাংকে কত সুদ দেয়

মহাসড়কের নাটোর প্রবেশ মুখে অবস্থান নিয়ে জরুরী প্রয়োজনের যান বাহন ছাড়া সকল সকল ধরনের প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট সড়ক ও মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন তল্লাসী চালাচ্ছে পুলিশ। নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা বিষয়টি নিশ্চত করেছেন।

//zohabd.com/নাটোর প্রতিনিধি

Like Facebook Page: দয়ারামপুর খবর

Check Also

নাটোরের লালপুর

প্রতারণার আরেক নাম নাটোরের লালপুর ইমো কিংবা বিকাশ

Spread the loveনাটোরের লালপুর আর রাজশাহীর বাঘা – প্রতারণার আরেক নাম নাটোরের লালপুর ইমো কিংবা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *