নাটোরের সিংড়া থেকে পর্নোগ্রাফি বিক্রিয়ের অপরাধে ৬ যুবককে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে উপজেলার শেরকোল ও পুঠিমারী বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবকরা হলেন-তারেক রহমান (২০), উজ্জল আলী (২৫), আজিজুল হক (২৮), মাসুম আলী (২২), শাহ গোলাপ (২৫) ও সাগর আলী (২৩)।
পর্নোগ্রাফি সংরক্ষণ ও বাজারজাতকরণ ইত্যাদি বিক্রয় ও সংরক্ষণ আইন
ক। নিষিদ্ধ পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ, বহন, সরবরাহ, ক্রয়, বিক্রয়, ধারণ বা প্রদর্শন করা যাইবে না।
খ। কোন ব্যক্তি ইন্টারনেট বা ওয়েবসাইট বা মোবাইল ফোন বা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করিলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি সর্বোচ্চ ৫ (পাঁচ) বৎসর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।
বিস্তারিত জানতে Google News অনুসরণ করুন
র্যাব-৫ নাটোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের সদস্যরা শেরকোল বাজার ও পুঠিমারী বাজারে প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রি করার অপরাধে ছয়জনকে গ্রেফতার করা হয়।
এসময় নাটোরের সিংড়া বাজার থেকে ছয়টি সিপিইউ, ১৪টি হার্ডডিক্স, ছয়টি মনিটর, ছয়টি কি-বোর্ড, ছয়টি মাউস ও ১৭টি কম্পিউটার ক্যাবল জব্দ করা হয়েছে।
আরও পড়ুন>> Dropbox কি? Dropbox এর সুবিধা অসুবিধাগুলি কি কি?
নাটোরের সিংড়া ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সিংড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।