নাটোরের লালপুরে স্কুলে স্কুলে বই উৎসব

Spread the love

নাটোরের লালপুরের স্কুলে স্কুলে বই বিতরনের উৎসব চলছে। নতুন নতুন বই আর নতুন ছাত্র-ছাত্রীদের ভিড়ে যেন স্কুলময় আনন্দের মেলে বসে গেছে। বই বিতরন চলছে আনন্দের মধ্যে দিয়ে। সারা দেশের ন্যায় নাটোরের লালপুর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মোট ৭ লক্ষ ৪৫২টি নতুন বই বিতরণ মাধ্যমে বই উৎসব ২০২০ অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনে বিদ্যালয়ের কমলমতি ছাত্র-ছাত্রীরা হাতে নতুন বই পেয়ে আনন্দে উৎসাসিত হয়েছে।

বুধবার (০১ জানুয়ারী) সকালে উপজেলার লালপুর শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে ২০২০ শিক্ষা বর্ষের নতুন বই তুলে দেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি প্রমুখ।

লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, ‘২০২০ শিক্ষাবর্ষে উপজেলার মাধ্যমিক পর্যায়ে মোট ৫লক্ষ ৯১ হাজার ৮০ নতুন বই বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।’ লালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে,‘চলতি ২০২০ শিক্ষাবর্ষে উপজেলার প্রাথমিক পর্যায়ে মোট ১লক্ষ ৯হাজার ৩৭২ টি নতুন বই বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।’

এছাড়াও একযোগে ওয়ালিয়া সরকারী প্রাথিমিক বিদ্যালয় ও ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক ওমর আলী, রাজশাহী বেতার শিল্পী ফজলুর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, এলাকার নেতৃস্থানীয় ব্যাক্তি ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।

Check Also

নাটোরের লালপুর

প্রতারণার আরেক নাম নাটোরের লালপুর ইমো কিংবা বিকাশ

Spread the loveনাটোরের লালপুর আর রাজশাহীর বাঘা – প্রতারণার আরেক নাম নাটোরের লালপুর ইমো কিংবা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *