নর্থ বেঙ্গল সুগার মিলে আজ থেকে আখ মাড়াই শুরু

Spread the love

নর্থ বেঙ্গল সুগার মিলে আজ থেকে আখ মাড়াই শুরু

নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিল – গত বছরের ২২ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে ৮৯তম আখ মাড়াই মৌসুম শুরু করলো নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিল।

শুক্রবার বিকালে মাড়াই মৌসুমের উদ্বোধন করবেন স্থানীয় সাংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) মো. আরিফুর রহমান অপুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মিলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির।

আখ চাষি নেতা আনছার আলী দুলাল, মিলের সিবিএ সভাপতি গোলাম কাউসার ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টুসহ অনেকেই।

নর্থ বেঙ্গল সুগার মিল

চলতি মৌসুমে মিলের নিজস্ব খামারে ২ হাজার ৩০০ একর এবং চাষীদের ১৪ হাজার ৫০০ একর জমিতে আখের মোট উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৮২ হাজার মেট্রিক টন।

এর মধ্যে ১ লাখ ৩ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

৭০ কর্ম দিবসে চিনি আহরণের হার ধরা হয়েছে ৬ দশমিক ৫ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপুর সভাপতিত্ব করেন।

মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃৃষিবিদ হুমায়ুন কবির, আখচাষি নেতা আনছার আলী দুলাল, মিলের সিবিএ সভাপতি গোলাম কাউসার ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু্।

পরে দোয়া শেষে অতিথিবৃন্দ ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মিলের মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন।

মুক্তার হোসেন নাটোর জেলা প্রতিনিধি

আরো খবর : নাটোরে কলেজ ছাত্রীকে এসিড নিক্ষেপ

ZohaBD পরিচিতি

জোহাবিডি’তে আপনাকে স্বাগত। আপনার পথ চলা হোক আমাদের সাথে। আপনাদের প্রতিদিনের খুটি নাটি সংবাদ, চাকরির খবর।

বিনোদন, ইসলামী আলোচনা, বিভিন্ন প্রশ্নোত্তর নিয়ে আমাদের এই আসর, যা আপনাকে উপকার করতে পারে।

যে কোন তথ্য জানা জন্য যোগাযোগ করতে ইমেল করুন –
E-mail : zohabd69@gmail.com

Check Also

কুমিল্লায়

কুমিল্লায় 4তলা ছাদ থেকে ফেলে দারোয়ানকে হত্যা

Spread the loveকুমিল্লায়, চান্দিনা – কুমিল্লার চান্দিনা উপজেলার পল্লী বিদ্যুৎ রোডে অবস্থিত একটি ভবনের ছাদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *