নদীর বেড়িবাধ ভেঙে চার গ্রামে প্লাবিত

Spread the love

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে খোলপেটুয়া নদীর দেড়শ ফুটের বেশী বেড়িবাঁধ ভেঙ্গে চারগ্রাম প্লাবিত হয়েছে।

প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, `শনিবার ভোরে খোলপেটুয়া নদীর তুমুল ¯্রােতের বেগে দেড়শ ফুটের বেশী বেড়িবাঁধ ভেঙে যায়। প্রবল জোয়ারের চাপে কোলার জরাজীর্ণ বেড়িবাধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে লোকালয়ে পানি ঢুকে পড়ে। ভাঙনে কোলা, হিজলী মাড়িয়ালা ও হাজরাখালি গ্রামে পানি ঢুকে পড়ে। এসব গ্রামের চারহাজার বিঘার বেশী মাছের ঘের ভেসে গছে।

আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে সহজেই

এই একই এলাকায় গত ২৮ মার্চ খোলপেটুয়া নদীর বেড়ীবাঁধ ভেঙে যায়। এই এলাকার উল্টাদিকে একই ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় গত ৮ এপ্রিল কপোতাক্ষের বেড়িবাঁধ ভেঙে অনুরুপ ক্ষতি হয়। যা এলাকার হাজার হাজার মানুষ করোনা পরিস্থিতির মধ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিশ্রম করে ওই বেড়িবাঁধ ঠেকিয়ে রেখেছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড পওর-২ এর উপ সহকারি প্রকৌশলী মো: মশিউল আবেদীন বলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের কোলায় খোলপেটুয়া নদীর দেড়শ ফুটের বেশী বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার খবরে পানি উন্নয়ন বোর্ড’র কয়েকজন কর্মকর্তা সেখানে চলে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে এখনই করণীয় নির্ধারণ করবেন পাউবো’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

//zohabd.com/শেখ ফরিদ আহমেদ ময়না,সাতক্ষীরা প্রতিনিধি

আরও পড়ুন >> ভয়াবহ ৬০টি কবীরা গুনাহ ।। প্রচলিত কিছু কবীরা গুনাহ

Check Also

কুমিল্লায়

কুমিল্লায় 4তলা ছাদ থেকে ফেলে দারোয়ানকে হত্যা

Spread the loveকুমিল্লায়, চান্দিনা – কুমিল্লার চান্দিনা উপজেলার পল্লী বিদ্যুৎ রোডে অবস্থিত একটি ভবনের ছাদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *