শিক্ষা ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন
অনেকদিন ধরেই দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসার গুঞ্জন শোনা যাচ্ছিলো,এবার তা সত্যি হতে চলেছে।দেশের শিক্ষা ব্যাবস্থায় আসতে চলেছে বড় পরিবর্তন।বই এর সংখ্যা কমিয়ে শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে পরিবর্তন আনা হচ্ছে।এসএসসি ও এইচএসসি পরিক্ষায় ও আসছে বড় পরিবর্তন।এবং প্রাথমিকে ৩য় শ্রেণি পর্যন্ত থাকছে না কোন পরীক্ষা পদ্ধতি।
শিক্ষাব্যাবস্থার পরিবর্তনের ধারায় প্রথমেই যোগ হতে চলেছে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত অভিন্ন ১০টি বই।সকলকে বাধতামুলকভাবে এই বই পড়তে হবে এর মাধ্যমে বই এর সংখ্যা কমে পরিবর্তন আসছে বিষয়বস্তুতে।এখনথেকে আর ৯ম ১০ম শ্রেণির বই এর উপর এসএসসি পরিক্ষা হবে না,শুধুমাত্র ১০ম শ্রেণির পাঠ্যসূচির উপরই এই পরিক্ষা অনুষ্ঠিত হবে। এবং একাদশ ও দ্বাদশ শ্রেণিতে আলাদা আলাদা ভাবে ২টি পরিক্ষা অনুষ্ঠিত হবে যার উপর ভিত্তি করে এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ করা হবে।
শাখা পরিবর্তনের সুযোগ(সাইন্স,আর্টস,কমার্স) ৯ম শ্রেণি থেকে সরিয়ে একাদশ শ্রেণিতে নেয়া হয়েছে।ফলে ৮ম শ্রেণির পরেই আর শাখা পরিবর্তনের সুযোগ থাকছে না।যার কারনে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অভিন্ন ১০টি বই ই পড়তে হবে। দেশের শিক্ষা ব্যবস্থায় -বই গুলো হলঃ বাংলা,ইংরেজি,বিজ্ঞান,গণিত,সামাজিক বিজ্ঞান,ধর্ম,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,জীবন ও জীবিকা,স্বাস্থ্য শিক্ষা,শিল্প ও সংস্কৃতি।
শিক্ষার ভিতকে আরও শক্তিশালী করে তুলতে ১০ম শ্রেণি পর্যন্ত সকল বিষয়েই সকল শিক্ষার্থীদের মোটামুটি দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রি। দেশের শিক্ষা ব্যবস্থায় এই পরিবর্তনে শিক্ষার্থীদের উপর থেকে পড়াশোনার চাপ অনেকটাই কমবে এবং তারা পড়াশোনায় আরও উৎসাহী হবে বলে মনে করছেন অভিজ্ঞগন।