দীর্ঘশ্বাস । মোঃ জয়নাল আবেদীন । বাংলা কবিতা

Spread the love

Table of Contents

দীর্ঘশ্বাস
সিপাহী, মোঃ জয়নাল আবেদীন ৫৩ বিজি ব্যাটা, রুমা
নিঃশ্বাসেতে ধরণী গ্রহণ, না থাকিলে ত্যাগ
ক্ষুদ্র যদিও দেহটা হয়, বৃহৎ রয় আবেগ।
নিকট জনের থাকে সদাই প্রতিশ্রুতি ও আশ্বাস
জন্মান্তরে সার্থকতা একটি সঠিক সিদ্ধান্ত
ক্রমে ক্রমে বড় হলে, কমতে থাকে বিশ্বাস
ত্রুটি সিক্ত যদি তা হয়, দুঃখ রয় অনন্ত
ভুল-শুদ্ধ শিখার ছলে, হাজার রকম ক্ষুব্ধ
সফলতার শিরোধার্য উপার্জন করা খাদ্য,
যাতনা বিচ্ছেদ প্রকট আজ, লালিত স্বপ্নের সমাহার
গহীন অরণ্যে বাস পাই না সঠিক আহার।
ভ্রুক্ষেপ করছেন না, রব মনীষী আল্পনা
তীব্র সকল আশার প্রাপ্তি অসম্ভব যন্ত্রণা।
অজান্তেই সহ্য করছি, দুর্ভোগ কত অসাধ্য
সুনিদিষ্ট জীবনাচরণে সবই করতে পারত।
যাদের স্পর্শে বেড়ে উঠা সহস্র ভালবাসা
নিমিষেই ভুলে রই ব্যস্ত নিষ্ঠুর মোর পেশা,
দুঃখ সুখের অপর্যাপ্ততা সদা তিক্ত পরিহাস
ব্যর্থতার করাল ঘাতে নেই দুখের দীর্ঘশ্বাস
জোয়ার-ভাটার অভিন্ন সশ্রম ভারী দুখের পাল্লা
শান্তির নীড়ে রাত্রিযাপন কবে? জানে আল্লাহ!

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

Offer View >> স্যামসাং হ্যান্ডসেট কিনলেই রবি দিচ্ছে আকর্ষণীয় অফার

Loading spinner

Check Also

একবার বলেছি তোমাকে

একবার বলেছি তোমাকে – আহসান হাবীব

Spread the loveএকবার বলেছি, তোমাকে আমি ভালোবাসি। একবার বলেছি, তোমাকে আমি, তোমাকেই ভালোবাসি। বল এখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *