দারুন ব্যাপার, পাসপোর্ট করতে পারবেন নিজের এলাকায়

Spread the love

দারুন ব্যাপার, পাসপোর্ট করতে পারবেন নিজের এলাকায়। দারুন ব্যাপার! এখন নাগরিকরা নিজের এলাকায় পাসপোর্ট করতে পারবেন। রাজধানীর গুলশানসহ ঢাকা শহরের ছয়টি নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট আবেদন ও নবায়ন সেবা চালু হয়েছে। এক জায়গায় সব সরকারি সেবা পাওয়ার সুবিধা, দ্রুত ও ঝামেলামুক্ত প্রক্রিয়া এবং নাগরিকদের পরামর্শের মাধ্যমে সেবার মান আরও উন্নত হবে।

রাজধানীতে নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট সেবা চালু

রাজধানীর গুলশান নাগরিক সেবা কেন্দ্রে দেশে প্রথমবারের মতো পাসপোর্ট আবেদন ও নবায়ন সেবা চালু হয়েছে। এখন থেকে নাগরিকরা পাসপোর্টের জন্য তাদের নিজ এলাকায় সহজে আবেদন করতে পারবেন। এই উদ্যোগটি নাগরিক সেবার উদ্যোক্তা নির্ভর পদ্ধতির অংশ, যা সরকারি সেবা আরও নাগরিকবান্ধব ও সহজলভ্য করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে।

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

নাগরিক সেবা কেন্দ্রের সেবা

বর্তমানে নাগরিক সেবা কেন্দ্রগুলোতে প্রায় ৪০০ ধরনের সরকারি সেবা পাওয়া যায়, যার মধ্যে রয়েছে:

  • পাসপোর্ট আবেদন ও নবায়ন
  • ড্রাইভিং লাইসেন্স
  • জন্ম ও মৃত্যু নিবন্ধন
  • এনআইডি সংক্রান্ত সেবা
  • অন্যান্য সরকারি অফিসের বিভিন্ন সেবা

নাগরিক সেবা কেন্দ্রের অবস্থান

এই মাসের শেষে ঢাকা শহরের গুলশান ১, উত্তরা সেক্টর ৬, নীলক্ষেত, রমনা, মোহাম্মদপুর এবং বনশ্রী এই ছয়টি স্থানে নাগরিক সেবা কেন্দ্রের পাইলট কার্যক্রম একযোগে চালু হবে। ইতিমধ্যেই গুলশান ১, উত্তরা এবং নীলক্ষেত কেন্দ্রগুলো সচল রয়েছে।

সুবিধা ও লক্ষ্য

  • এক জায়গায় সব সরকারি সেবা পাওয়া যাবে
  • ভিন্ন ভিন্ন অফিসের ওয়েবসাইটে আলাদা আলাদা আবেদন করার ঝামেলা থাকবে না
  • সেবা দ্রুত, স্বচ্ছ ও সহজলভ্য হবে
  • ন্যাশনাল এপিআই কানেক্টিভিটি তৈরি করে ডিজিটাল আইল্যান্ডগুলোকে একত্রিত করা হবে
  • এটি দেশের প্রথম সিটিজেন সার্ভিস কানেক্টিভিটি হাব হিসেবে কাজ করবে

Itel Super 26 Ultra

Itel Super 26 Ultra স্পেসিফিকেশন, ফিচার ও দাম

Google Pixel 10

Google Pixel 10 ইন্টারনেট ছাড়াই চলবে WhatsApp কল ও ভিডিও কল

নাগরিকদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের নিকটস্থ নাগরিক সেবা কেন্দ্র ভিজিট করে সেবা গ্রহণের পাশাপাশি পরামর্শ দিন, যাতে সেবার মান আরও উন্নত করা যায়।

দারুন ব্যাপার, এই উদ্ভাবনী সেবা শিগ্রই দেশের অন্যান্য এলাকায়ও সম্প্রসারিত হবে, নাগরিকদের জন্য সরকারি সেবা হবে আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত

Loading spinner

Check Also

ঈদে ট্রেন যাত্রা

ঈদে ট্রেন যাত্রা/ট্রেনে ভ্রমণের 07 টি সতর্কতা

Spread the loveঈদে ট্রেন যাত্রা : ঈদ-উল-আজহার সময় ঘরমুখো মানুষের জন্য ট্রেনযাত্রা একটি জনপ্রিয় ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *