সরকারী হট লাইন ‘৩৩৩’ নম্বরে ফোন করে ত্রাণ সহায়তা চাওয়ার কারনে নাটোরের লালপুরে শহিদুল ইসলাম নামে এক কৃষককে মারপিটের ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টার সময় নাটোর জেলা পুলিশ এর একটি চৌকস দল অভিযুক্ত চেয়ারম্যানকে পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকা হতে গ্রেফতার করে।
তাকে গ্রেফতার করা হয়। এ মামলার অপর দুইজন আসামী পলাতক রয়েছেন।
লালপুর থানার ওসি সেলিম রেজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এবিষয়ে আজ দুপুর ১২টায় নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করবেন নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা।’
এর আগে ১৫ এপ্রিল ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার সহ ৩জনের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী কৃষক শহিদুল ইসলাম।
জানা গেছে, লালপুরের (এবি) ইউনিয়নের আঙ্গারিপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম করোনা ভাইরাসের কারনে বেকার হয়ে পড়ে। গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরে গত ১০ এপ্রিল সরকারী হটলাইন নম্বর ৩৩৩তে ফোন করে খাদ্য সহায়তা চান। এর দুইদিন পর (১২ এপ্রিল) স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার চৌকিদার দিয়ে তাকে ডেকে এনে মারধর করেন। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
/zohabd.com/নাটোর
আরও পড়ুন >> ভয়াবহ ৬০টি কবীরা গুনাহ ।। প্রচলিত কিছু কবীরা গুনাহ
আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে সহজেই