তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তরে বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উক্ত প্রতিষ্ঠানে মোট ৩৯৭টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবে।
প্রতিষ্ঠানের নামঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর
পদের নাম:
১। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর -০২টি
২। উর্ধ্বতন কন্ঠশিল্পী -০৭টি
৩। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর -০৫টি
৪। সাউন্ড মেকানিক -০৫টি
৫। ড্রাইভার -৩৫টি
৬। এম,এল সারেং -০১টি
৭। এম,এল ড্রাইভার -০১টি
৮। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক -৪১টি
৯। ঘোষক -৪২টি
১০। ডায়নামো মেকানিক -০১টি
১১। ফুট প্লেয়ার -০২টি
১২। সহকারী সাইন অপারেটর -০১টি
১৩। এ,পি, এ, ই অপারেটর -৯১টি
১৪। অফিস সহায়ক -১১৩টি
১৫। নিরাপত্তা প্রহরী -৪৭টি
১৬। পরিচ্ছন্নতা কর্মী -০৩টি
বেতন ও গ্রেড বিজ্ঞপ্তি অনুযায়ী
বয়সঃ (০১ জুন ২০২২ ইং হিসেবে ১৮ থেকে ৩২ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তিতে পদের পাশে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে।
অভিজ্ঞতাঃ অভিজ্ঞ ব্যাক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের সংখ্যাঃ মোট ৩৯৭ টি
বেতনঃ বিজ্ঞপ্তির পদ অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তি অনুযায়ী
অন্যান্য অভিজ্ঞতাঃ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন >> লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা বাংলা রচনা – প্রবন্ধ
আরও পড়ুন >> Xiaomi 12 Pro কি কি থাকছে এবং দাম কত?
Online এ আবেদন শুরুর সময়ঃ ০১ আগষ্ট ২০২২ ইং
Online এ আবেদন শেষের সময়ঃ ২৫ আগষ্ট ২০২২ ইং
পরিক্ষার ফিঃ পরীক্ষা ফি (০১ হতে ১১ নং) পদের জন্য সর্বমোট ১০০/- টাকা এবং অন্যান্য পদের জন্য ৫০/- টাকা প্রদান করতে হবে।
পেমেন্ট প্রদানের শেষ তারিখঃ আবেদনের ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট প্রদান করতে হবে।
প্রবেশ পত্র অনলাইন থেকে ডাউনলোড করে রঙ্গিন প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে।
আবেদনের মাধ্যমঃ সম্পুর্ণ Online এর মাধ্যমে
অফিশিয়াল http://mcd.teletalk.com.bd
প্রতিষ্ঠানের আবেদনের ঠিকানাঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর
নিয়োগ বিজ্ঞপ্তির সূত্রঃ দৈনিক ইত্তেফাক এবং বাংলাদেশ প্রতিদিন 28 জুলাই 2022 ইং তারিখে
টিকাঃ মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত, অনলাইনের আবেদন এবং ছবি সহ উপস্থিত হবে হবে।