জীম । কর্পোঃ (ক্লার্ক) এম এম ইখতিয়ার হোসেন

Spread the love

Table of Contents

জীম । কর্পোঃ (ক্লার্ক) এম এম ইখতিয়ার হোসেন
সদর দপ্তর ৯৭ পদাতিক ব্রিগেড

সৈনিকরা বর্তমানে বেশি ফেল করছে বীমে
করতে হলে পাশ সবাইকে যেতে হবে জীমে।
রাতে যখন শোনে সবাই কাল হবে আইপিএফটি
তখনই মনে হয় এই রাত বুঝি আর নাহি কাটি।
জীমের প্রতি যারা দিয়েছে গুরুত্ব
ভয় করে না তারা আইপিএফটি হোক না যতই কঠিন।
জীম করলে মনে আসে বল,
পেশি হয় শক্ত জীমে শুধু ঝরে ঘাম, কখনো ঝরে না রক্ত।
নিয়মিত যারা করবে জীম
কখনও ফেল করবে না তারা বীম।
আরো আছে পুশআপ, আছে রীচআপ
জীম করলে কখনই থাকবে না মানসিক চাপ।
সবশেষে হয় শাটল রান এবং সম্মুখ লাফ
এর থেকে কখনও পায় না কেউ মাফ ।
আজ থেকে শপথ নিলাম যাব সবাই জীমে
কখনও করবো না ফেল মারো বীমে।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

Offer View >> স্যামসাং হ্যান্ডসেট কিনলেই রবি দিচ্ছে আকর্ষণীয় অফার

Check Also

আমাদের গ্রাম

আমাদের গ্রাম – কৌশিক দাস

Spread the loveআমাদের গ্রাম চলে আঁকেবাঁকে দুই ধারে গাছ মাটি ধরে রাখে। মাঠে মাঠে ধান, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *