জীবন
– ল্যাঃ কর্পোরাল বোরহান উদ্দিন, আর্মি স্কুল অব মিউজিক
জীবন নামের ঘরখানা ভাই কেন এমন হয়
সুখে দুঃখে জীবন মােদের একসাথে গাঁথা রয়,
যতই পুষি সুখের পায়রা
ছেড়ে যায় সে দেয় না ধরা।
তবু মশগুল সেথায় পাখি, খুঁজতে তার স্বপন
ভাঙ্গা গড়ার এই লীলাতে মগ্ন মানব জীবন।
কেউ বা চায় কীর্তি দিয়ে হতে চিরমূর্তি
কেউ বা আবার রঙ্গ নেশায় কাটায় দিবারাত্রি,
কেউ বা শুধু দম্ভ দিয়ে চালায় জীবন গাড়ি
কেউ বা আবার সন্ন্যাসী বেশে দেয় জীবন পাড়ি।
কারো নেশা ছল-চাতুরী, কারো জীবন প্রেম কাতুরী
কারো নেশা গাড়ি বাড়ি, কারো স্বভাব স্বেচ্ছাচারী,
কেউ আবার গুনছে প্রহর হতে মৃত্যু পথের যাত্রী।
ভাঙ্গা গড়ার অন্ত নেই মায়াজালের এই ভুবনে
সকলের তরে ত্যাগেই সুখ এই মন্ত্র রেখো স্মরণে।
আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে
Offer View >> স্যামসাং হ্যান্ডসেট কিনলেই রবি দিচ্ছে আকর্ষণীয় অফার