কবিতা “নিঃশেষ বেলা” -জাহাঙ্গীর আলম সুমন

Spread the love

নিঃশেষ বেলা -জাহাঙ্গীর আলম সুমন

স্বদেশের ছায়াতলে বসিয়া আমি
সাহিত্যের রুপে ধরা।
আমার প্রেম পরিস্ফুট শত বৎসরে গড়া।

কাটিয়া গেল অগনিত কাল
নিপুনহস্তে ধরিয়া কলম
উজার করিয়া দিয়েছি আমার
প্রেমের লাজ শরম।

ধু, ধু মাঠ পরিয়া আছে
এসো বাধি পিরিতের ঘর একচালা।
রাজার রাজ্যের চেয়েও হবে
সুপ্তিতে সুফলা।

বেলা যাইতে যাইতে নিঃশেষ আজ
আইলো সাজবেলা।
আমার আচরনের মাঝে মিশিয়া আছে শুধু
দুষ্ট স্বোয়ামীর খেলা।

আপোনার মৌনতা সখি
বধুরুপে রুপায়ন।
সমস্ত দিবস জুরে আমি
শান্ত সুদায়ন।

কবি – জাহাঙ্গীর আলম সুমন

তাবাসুম মেঘলার কবিতা করোনা

Check Also

আমাদের গ্রাম

আমাদের গ্রাম – কৌশিক দাস

Spread the loveআমাদের গ্রাম চলে আঁকেবাঁকে দুই ধারে গাছ মাটি ধরে রাখে। মাঠে মাঠে ধান, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *