জামিয়া শেখ মুহাম্মাদ আব্দুল্লাহ মাদরাসায় বেশ কিছু সংখ্যাক হাফেয, শিক্ষক ও অন্যান্য পদে লোক নিয়োগ করা হবে যোগ্যতা ভিত্তিতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
০১. পদের নাম: হাফেযে কুরআন-০৫ জন
শিক্ষাগত যোগ্যতা:
ক) বিশুদ্ধ ও আন্তর্জাতিক মানের তিলাওয়াতে পারদর্শী ওমাশূশাক, বোর্ড পরীক্ষায় মুমতাজ, পাকা ইয়াদ এবং শিক্ষকতা পেশায় ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা।
খ)বিশুদ্ধ ও আন্তর্জাতিক মানের তিলাওয়াতে পারদর্শী বোর্ড পরীক্ষায় মুমতাজ এবং শিক্ষকতা পেশায় ২বছরের অভিজ্ঞতা।
০২. পদের নাম: নুরানী শিক্ষক (আরবি)-০৭ জন
শিক্ষাগত যোগ্যতা:
ক) হাফেয দাওরায়ে হাদিস/কামিল, নুরানী ট্রেনিং এ মুমতাজ প্রাপ্ত, সুন্দর হস্তাক্ষর এবং শিক্ষকতা পেশায় ৫ বছরের অভিজ্ঞতা।
খ)নুরাণী, কাফিয়া, মুজাওয়াদ তিলাওয়াত, নুরাণী ট্রেনিং এ মুমতাজ, সুন্দর হস্তাক্ষর এবং শিক্ষকতা পেশায় ২ বছরের অভিজ্ঞতা
আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম
০৩. পদের নাম: নুরানী জেনারেল শিক্ষক -০৭ জন
শিক্ষাগত যোগ্যতা:
ক)যেকোন বিষয়ে অনার্স মাস্টার্স English Spoken & Writing এ অভিজ্ঞ, কম্পিউটার অফিস প্রোগ্রামে অভিজ্ঞ এবং শিক্ষকতা পেশায় ২ বছরের অভিজ্ঞতা।
খ) বাংলায় অনার্স মাস্টার্স, সুন্দর হস্তাক্ষর প্রাধান্য এবং শিক্ষকতা পেশায় ২ বছরের অভিজ্ঞতা।
গ) এইচ.এস.সি/আলিম/দাওরা হাদিস, নুরাণী জেনারেল ট্রেনিং এ মুমতাজ প্রাপ্ত এবং শিক্ষকতা পেশায় ২-৫
বছরের অভিজ্ঞতা।
০৪. সিকিউরিটি গার্ড – ০৫ জন
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শেণী, কর্মঠ এবং ১ বছরের অভিজ্ঞতা।
০৫. বাবুর্চি- ০২ জন
শিক্ষাগত যোগ্যতা: সব ধরনের রান্নায় পারদর্শী, ৮ম শ্রেণী, কর্মঠ এবং ৫ বছরের অভিজ্ঞতা।
বেতন ও সুবিধা: সকল পদের জন্য মাসিক বেতন ছাড়াও কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা থাকবে।
আবেদনের তারিখ: আগ্রহী প্রার্থীকে আগামী ১২ রমযান ১৮০৫/২০১৯ইং রোজ শনিবারের মধ্যে জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের ফটোকপি, জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধনের ফটোকপি ও ৩ কপি রঙ্গিন ছবিসহ নিম্নের ঠিকানায় সরাসরি সাক্ষাত/অনলাইনে কাগজপত্র প্রেরণ এবং ফোনে যোগাযোগের অনুরোধ করা হলো।
অনুরোধ: সকল প্রার্থীকে সুন্নতিলেবাস এবং দ্বীনদার হতে হবে।
যোগাযোগ:
সহকারী ম্যানেজার, মানব সম্পদ উন্নয়ন ও কমপ্লায়েন্স বিভাগ, আল মুসলিম গ্রুপ – 01920-690497
Email:rezaul-hrd@pacificbluejeans.com
মোবাইল: 01711-148200, 01873-148200