জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ গুলোতে এখন থেকে আর থাকছে না ইনকোর্স ও উপস্থিতির কোন মার্ক।
জাতীয় বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ কাউন্সিল সভাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ গুলোতে ইনকোর্সে
এবং উপস্থিতির নম্বর বাতিল করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।এর আগে অনার্স ও মাস্টার্সে ইনকোর্স
ও উপস্থিতির জন্য আলাদা করে ২০ নম্বর বরাদ্দ ছিল।
এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত সকল কলেজ গুলোতে অনার্স ও মাস্টার্সে ফাইনাল পরীক্ষাতে
৮০ নম্বর এর পরিবর্তে ১০০ নম্বর এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে একাডেমিক কাউন্সিলের ৯১তম সভা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়
উপাচার্য প্রফেসর ড.হারুন-অর-রশিদের সভাপতিত্তে সভায় উপস্থিত ৩৩ জন একাডেমিক কাউন্সিলরের
উপস্থিতিতে এই সিধান্ত নেয়া হয়।
এছাড়াও সভায় ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তা,সমাজ ভাবনা ও আদর্শ’ বিষয়বস্তুর উপর এমফিল- পিএইচডি ডিগ্রী চালুর সিধান্ত নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের এমন সিদ্ধান্তে ক্লাস গুলোতে ছাত্রছাত্রীর উপস্থিতি কমে যাবে বলে মত দিয়েছে সাধারন
শিক্ষার্থীরা।কারন বলে তারা জানিয়েছে যে আগে উপস্থিতির জন্য বরাদ্দ রাখা আলাদা ৫ নম্বর এর জন্য হলেও
শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত থাকত। এবং ইনকোর্স পরীক্ষার ১৫ নম্বর এ্রর জন্য ক্লাসেই তাদের সিলেবাস অনেকটা
কাভার হয়ে যেত। যা তাদের ফাইনাল পরীক্ষাগুলোতে অনেক সাহায্য করত বলে জানিয়েছে তারা।