জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী মন্ত্রণালয় বগুড়া নিয়োগ

Spread the love

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার), বগুড়ার রাজস্বখাতের (স্থায়ী/অস্থায়ী) পদসমূহে সরাসরি নিয়ােগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তে উল্লেখিত পদের বিপরীতে যােগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

পদের নাম:
১।অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ০১টি
২। স্টোর সহকারী – ০১টি
৩। ড্রাইভার – ০২টি
৪। অফিস সহায়ক -০১টি
৫। সহকারী বাবুর্চি – ০১টি
৬।আয়া – ০১টি
৭। পরিচ্ছন্নতা কর্মী – ০১টি

নিম্নবর্ণিত শর্তাবলী :

১। ০১-০৮-২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮-৩০ বছর।
২। নিয়ােগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশােধন হলে তা অনুসরণ করা হবে।
৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৪। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, অসত্য তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য নিয়ােগ কার্যক্রমে যে কোন পর্যায়ে বা নিয়ােগদানের পরেও | অসত্য/ত্রুটিপূর্ণ/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন বা নিয়ােগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৫। নিয়ােগের বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে। কোন প্রকার আপত্তি গ্রহণযােগ্য হবে না। যথাযথ কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ছাড়াই কোন আবেদনপত্র বাতিল | করার ক্ষমতা রাখে।
৬। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদের সংখ্যা কম/বেশি হতে পারে, যা নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে।
৭। মৌখিক পরীক্ষার সময়ে নিম্নোক্ত কাগজপত্রাদি দাখিল করতে হবে ?
৮। অনলাইনে (Online) আবেদনের সময়সীমা ও পদ্ধতি নিম্নরূপ : আগ্রহী প্রার্থীগণ http://nactar.teletalk.com.bd/ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(ক) ২৬/০৮/২০২০ তারিখ সকাল ১০.০০ ঘটিকা থেকে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদান শুরু হবে। (খ) ২৭/০৯/২০২০ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে আবেদনপত্র জমাদান অবশ্যই শেষ করতে হবে। (গ) উক্ত সময় সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রাথীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

পরীক্ষার ফি বাবদ ১নং থেকে ৩নং ক্রমিকে বর্ণিত পদের জন্য আবেদন ফি ২০০/-(দুই শত) টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৪/-টাকাসহ মােট ২২৪/- (দুইশত চব্বিশ) টাকা (অফেরৎ যােগ্য) এবং ৪ নং ক্রমিক হতে ৭নং ক্রমিকে বর্ণিত পদের জন্য আবেদন ফি ১০০/-(একশত) টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মােট ১১২/-(একশত বার) টাকা (অফেরৎযােগ্য) অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত আবেদনপত্র কোন অবস্থাতেই গ্রহণ করা হবে না।”

NACTAR User ID

NACTARUser ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: NACTAR ABCDEF Reply: Applicant’s Name, Tk, 224/- will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type NACTARYESPIN & Send to 16222 দ্বিতীয় SMS: NACTAR YESPIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: NACTAR YES 12345678 Reply: Congratulations Applicant’s Name, Payment completed successfully for NACTAR Application for (post name) User ID is (ABCDEF) and Password (XXXXXXXX). (ছ) প্রবেশপত্র (Admit Card): প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://nactar.teletalk.com.bd/ ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।

২৩। লিখিত ও মৌখিক পরীক্ষার নােটিশ www.nactar.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া প্রার্থীর মােবাইলে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে জানানাে হবে।

Check Also

জেলা প্রশাসক

জেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveজেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *