জাকস ফাউন্ডেশন এ নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

জাকস ফাউন্ডেশন জয়পুরহাট এ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছে। উক্ত প্রতিষ্ঠানে একাধিক ক্যাটাগরিতে শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থী স্বহস্তে লিখিত আবেদন করতে পারবে।

প্রতিষ্ঠানের নামঃ জাকস ফাউন্ডেশন জয়পুরহাট

পদের নামঃ
১। আঞ্চলিক ব্যবস্থাপক -০৫ জন
২। সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক -০৫ জন
৩। শাখা ব্যবস্থাপক -২৫ জন
৪। সহকারী শাখা ব্যবস্থাপক -২৫ জন
৫। সহকারী শাখা ব্যবস্থাপক -১৫ জন
৬। নিরীক্ষা কর্মকর্তা -০৫ জন
৭। জুনিয়র নিরীক্ষা কর্মকর্তা -০৫ জন
৮। হিসাব কর্মকর্তা – ৩৫ জন
৯। জুনিয়র হিসাব কর্মকর্তা -১৫ জন
১০। ঋণ কর্মকর্তা -২৫০ জন

১১। জুনিয়র ঋণ কর্মকর্তা -১৫০ জন
১২। আইটি অফিসার -০২ জন
১৩। ফ্রন্ট ডেক্স অফিসার -০২ জন
১৪। সমন্বয়কারী -০১ জন
১৫। Case Management officer -০১ জন
১৬। Officer – ০১ জন
১৭। Accounts Officer – ০১ জন
১৮। প্রাণিসম্পদ কর্মকর্তা -০১ জন
১৯। সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা -০১ জন
২০। সহকারী মৎস্য কর্মকর্তা -০১ জন

জাকস ফাউন্ডেশন

বেতনঃ বিজ্ঞপ্তির পদ অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক হতে হবে
অন্যান্য অভিজ্ঞতাঃ সংশিষ্ট পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীর বয়সঃ ১৮ হতে ৩২ বছর পর্যন্ত

আবেদন শুরুর সময়ঃ ২৯ জুন ২০২২ ইং
আবেদন শেষের সময়ঃ ২১ জুলাই ২০২২ ইং

ফিঃ আবেদনের জন্য কোনরূপ ফ্রি প্রদান করতে হবে না।

আরও পড়ুন >> বাগধারা কাকে বলে? ২০০টি বাগধারা

নিয়োগ বিজ্ঞপ্তির সূত্রঃ দৈনিক ইত্তেফাক ২৯ জুন ২০২২ ইং তারিখে
টিকাঃ মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত, ছবি সহ উপস্থিত হবে হবে।

সরাসরি অথবা ডাকযোগে করে আবেদন পাঠাতে হবে। আবেদনের ঠিকানাঃ নির্বাহী পরিচালক, জাকস ফাউন্ডেশন, সবুজ নগর, জয়পুরহাট।

ওয়েব সাইট ঠিকানাঃ www.jakas-bd.org

Google News Google News
offerviewbd OfferViewBD
Rifatstock RifatStock

Check Also

হিসাব সহকারী

হিসাব সহকারী ১১৯টি পদে গণপূর্ত অধিদপ্তরে চাকরি

Spread the loveহিসাব সহকারী ১১৯টি পদে গণপূর্ত অধিদপ্তরে চাকরি প্রতিষ্ঠানঃ গণপূর্ত অধিদপ্তর (Public Works Department …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *