জলসিড়ি আবাসন প্রকল্পে জনবল নিয়োগ ২০১৯

Spread the love

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত আর্মি অফিসার্স হাউজিং প্রজেক্ট ‘জলসিড়ি আবাসন প্রকল্পে’ সম্মানজনক বেতনে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগ করা হবে করা।

০১। পদের নাম: আর্কিটেক্ট -০১ জন
Educational Qualification: বুয়েট/বিআইটি/এম যে কোন সংস্থা/প্রতিষ্ঠানে কাজ | আইএসটি হতে করার জন্য ন্যূনতম ০৩ বৎসরের উত্তীর্ণ অভিজ্ঞতাসম্পন্ন।

০২। পদের নাম: স্ট্রাকচারাল -০১ জন
Educational Qualification: বুয়েট/বিআইটি/ যে কোন স্বনামধন্য প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার এমআইএসটি (কমপক্ষে ০৫ বৎসরের হতে উত্তীর্ণ অভিজ্ঞতাসম্পন্ন।

০৩। পদের নাম: ডিপ্লোমা ইঞ্জিনিয়ার -০১ জন
Educational Qualification: যে কোন যে কোন স্বনামধন্য প্রতিষ্ঠানে। সরকারী/বেসরকারী কমপক্ষে ০৩ বছরের কাজ করার বিশ্ববিদ্যালয় হতে অভিজ্ঞতাসম্পন্ন।

শর্তাবলী:
ক) আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ০৭ দিনের মধ্যে যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র,
খ) নাগরিকত্ব সনদপত্র এবং ০৪ কপি রঙিন ছবিসহ আবেদনপত্র নিম্নস্বাক্ষরকারী বরাবরে
পৌছাতে হবে।
গ) প্রার্থীগণ ব্যক্তিগতভাবে অথবা ডাকের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন।
ঘ) প্রার্থীগণকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।
ঙ) লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রার্থীগণকে তাদের ব্যক্তিগত আবেদনপত্রে উল্লেখিত টেলিফোন/মোবাইল নম্বরে পরবর্তীতে জানানো হবে।
চ) যোগ্যতা, অভিজ্ঞতা ও পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে প্রার্থী নিয়োগের ক্ষেত্রে পর্ষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

প্রকল্প পরিচালক জলসিড়ি আবাসন ঢাকা সেনানিবাস যোগাযোগ :
ই-মেইল-Jolshiriabaslion@gmail.com মোবাইল : অফিস ০১৭৩০৪২৮০৫৩

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *