পদের নাম ও সংখ্যা: রেফারেন্স সহকারী (Reference Assistant)-01 জন
বেতন ও গ্রেড: 12500-30230 টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাসহ স্নাতক ডিগ্রী অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ।
পদের নাম ও সংখ্যা: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (Steno typist Cum Computer Operator)-26 জন
বেতন ও গ্রেড: 12500-30230 টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমান ডিগ্রী, সাঁটলিপিতে সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় 70 শব্দ ইংরেজীতে 45 শব্দ, কম্পিউটারে টাইপিং গতি 30 ও 25 শব্দ সাথে কম্পিউটারে M/S word, Eamil, Fax এ দক্ষ।
পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপাটের (Computer Operator)-02 জন
বেতন ও গ্রেড: 11000-26590 টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সন্মান) বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে দক্ষ।
পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant Cum Computer Typist)-09 জন
বেতন ও গ্রেড: 9300-22490 টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: HSC বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে টাইপিং গতি 30 ও 25 শব্দ সাথে কম্পিউটারে M/S word, Eamil, Fax এ দক্ষ।
পদের নাম ও সংখ্যা: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (Data Entry/Control Operator)-02 জন
বেতন ও গ্রেড: 9300-22490 টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: HSC বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে টাইপিং গতি 20 ও 20 শব্দ।
আরও পড়ুন>> Top 5 Best New Wireless Webcam for PC
আরও পড়ুন>>রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক (Office Support Staft)-23 জন
বেতন ও গ্রেড: 8250-20010 টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: SSC বা সমমানের পাস।
সকল পদের জন্য জেলা কোঠা অবশ্যক। পদের সহিত জেলার নাম উল্লেখ্য করা হয়েছে। বিজ্ঞাপনের বিস্তারিত দেখুন।
অনলাইনে আবেদন করতে ক্লিক করুন
আবেদনের শর্তাবলী: http://mopa.teletalk.com.bd এই ঠিকানায় আবেদনপত্র পুরণ করতে হবে। আবেদনের সময়সীমা: আবেদন ও ফি জমা দেওয়া শুরু 19/03/19 তারিখ এবং আবেদনের শেষ তারিখ 18/04/19 ইং বিকাল ৫ ঘটিকায়।
ফি প্রদানের নিয়ম: ১ম ধাপ: MOPAUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
২য় ধাপ: MOPAYesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।