জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদের নাম ও সংখ্যা: রেফারেন্স সহকারী (Reference Assistant)-01 জন
বেতন ও গ্রেড: 12500-30230 টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাসহ স্নাতক ডিগ্রী অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম ও সংখ্যা: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (Steno typist Cum Computer Operator)-26 জন
বেতন ও গ্রেড: 12500-30230 টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমান ডিগ্রী, সাঁটলিপিতে সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় 70 শব্দ ইংরেজীতে 45 শব্দ, কম্পিউটারে টাইপিং গতি 30 ও 25 শব্দ সাথে কম্পিউটারে M/S word, Eamil, Fax এ দক্ষ।

পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপাটের (Computer Operator)-02 জন
বেতন ও গ্রেড: 11000-26590 টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সন্মান) বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে দক্ষ।

পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant Cum Computer Typist)-09 জন
বেতন ও গ্রেড: 9300-22490 টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: HSC বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে টাইপিং গতি 30 ও 25 শব্দ সাথে কম্পিউটারে M/S word, Eamil, Fax এ দক্ষ।

পদের নাম ও সংখ্যা: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (Data Entry/Control Operator)-02 জন
বেতন ও গ্রেড: 9300-22490 টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: HSC বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে টাইপিং গতি 20 ও 20 শব্দ।

আরও পড়ুন>> Top 5 Best New Wireless Webcam for PC

আরও পড়ুন>>রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক (Office Support Staft)-23 জন
বেতন ও গ্রেড: 8250-20010 টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: SSC বা সমমানের পাস।

সকল পদের জন্য জেলা কোঠা অবশ্যক। পদের সহিত জেলার নাম উল্লেখ্য করা হয়েছে। বিজ্ঞাপনের বিস্তারিত দেখুন।

অনলাইনে আবেদন করতে ক্লিক করুন

আবেদনের শর্তাবলী: http://mopa.teletalk.com.bd এই ঠিকানায় আবেদনপত্র পুরণ করতে হবে। আবেদনের সময়সীমা: আবেদন ও ফি জমা দেওয়া শুরু 19/03/19 তারিখ এবং আবেদনের শেষ তারিখ 18/04/19 ইং বিকাল ৫ ঘটিকায়।
ফি প্রদানের নিয়ম: ১ম ধাপ: MOPAUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
২য় ধাপ: MOPAYesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

সহকারী পরিদর্শক ১০টি পদে

সহকারী পরিদর্শক ১০টি পদে বিজ্ঞপ্তি: দুর্নীতি দমন কমিশন

শিক্ষার গুরুত্ব

শিক্ষার গুরুত্ব একটি প্রবন্ধ/রচনা লিখ। ক্লাস ৮ম থেকে ১০ম

Loading spinner

Check Also

বাংলাদেশ তাঁত বোর্ডে চাকরি

বাংলাদেশ তাঁত বোর্ডে চাকরির বিজ্ঞপ্তি 2025

Spread the loveবাংলাদেশ তাঁত বোর্ডে ফিল্ড সুপারভাইজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *