চ্যাম্পিয়নস লিগ থেকে ২ বছর নিষিদ্ধ ম্যান সিটি

Spread the love

চ্যাম্পিয়নস লিগ থেকে আগামী ২ মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছে ইংলিশ ক্লাব ‘ম্যানচেষ্টার সিটি’।
আর্থিক অনিয়মের জন্য় এই নিষিদ্ধ গ্রহন সাজা গ্রহন করতে হচ্ছে দলটিকে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।

অনেক দিন থেকে এ শোনা যাচ্ছিল যে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পরতে যাচ্ছে ম্যান সিটি। অবশেষে সেই
ধারনাই সত্যি হল। ইউয়েফা আগামী ২ মৌসুমের জন্য ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতা থেকে ম্যান সিটিকে
নিষিদ্ধ ঘোষণা করেছে এবং ৩ কোটি ইউরো জরিমানা করেছে। যার ফলে আগামী ২ মৌসুমে ম্যান সিটিকে
আর দেখা যাবে না চ্যাম্পিয়নস লিগে।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

Offer View >> স্যামসাং হ্যান্ডসেট কিনলেই রবি দিচ্ছে আকর্ষণীয় অফার

২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে সিটির স্পন্সরশিপের আয়ের মধ্যে গড়মিল পেয়েছে ইউয়েফা করতিপক্ষ যার
পরিমান বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৩২০ কোটি টাকার মত এবং ‘ক্লাব নিবন্ধন ও আর্থিক সঙ্গতি’ নীতিতে
সিটি মারাত্মক আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছে ইউয়েফা।

তবে সিটির তরফ থেকে জানানো হয়েছে যে এই রায়ে তারা হতাশ হলেও বিস্মিত হয়নি। তারা এই রায়ের বিরুদ্ধে
আপিল করবে বলে জানা গেছে।

ইউরোপিয়ান ক্লাবের অন্যতম প্রতিযোগী ম্যান সিটি।পেপ গারডিওলার অধীনে খেলা ক্লাবটির চ্যাম্পিয়নস লিগে
না থাকাটা সিটি সমর্থক দের জন্যে খুবই দুঃখের কারন হবে বলে মনে হচ্ছে।

Check Also

ফিফা বিশ্বকাপ

সবচেয়ে বেশি ফিফা বিশ্বকাপ জয়ী দেশ

Spread the loveসবচেয়ে বেশি ফিফা বিশ্বকাপ জয়ী: 🇧🇷ব্রাজিল – 5 🇮🇹ইতালি – 4 🇩🇪জার্মানি – …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *