পাবনার চাটমোহরে রসুন
পাবনার চাটমোহর জমি থেকে রসুন উঠানোকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছে। আজ শনিবার (৪ এপিল) দুপুরে উপজেলার বিলচলন ইউনিয়নের বড় শিংগা গ্রামে এই সংঘর্ষেরে ঘটনা ঘটে।
আহতরা হলেন- রড় শিংগা গ্রামের হেলালের ছেলে মামুন (২৮), মৃত জিন্নাত প্রামানিকের ছেলে দুলাল (৫৫), জালাল (৬০), ময়েজ প্রামানিকের ছেলে ইব্রাহিম (৫৫), আফজাল প্রামানিক (৬২), নাছু প্রামানিকের ছেলে নাঈম (১৯), নাজমুল হোসেনের স্ত্রী আমেনা খাতুন (২৮), রইচ উদ্দিনের ছেলে আবদুল্লা (২০), মইজ উদ্দিনের ছেলে রফিক(৬৫), আফছার আলীর ছেলে মোস্তফা (৫০), আবজাল প্রামানিকের ছেলে জয়নাল আবেদিন (৩০), আয়নাল (৩৫), আজাহার আলীর ছেলে শরিফুল ইসলাম (৪৫), নওশের আলীর ছেলে পিপুল(১৯), জালালের ছেলে আনোয়ার (৩৫), তুষার (২০) ও নাজিমুদ্দিনের ছেলে নওশের আলী (৪৮)। আহতদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন >> জীবন বীমা কর্পোরেশন । নিয়োগ বিজ্ঞপ্তি
গুরুতর আহত দুলাল, জালাল ও মামুনকে গুরুতর আহত অবস্থায় পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানায়, ৩/৪ দিন পূর্বে হেলালের জমিতে জয়নালের ছেলে রসুন উঠাতে গেলে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এসময় উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করে।
আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে সহজেই
থানায় শালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্তা তা হয়নি। শনিবার বোথর ঘাটে হেলালের ছেলে মামুনের সাথে আয়নালের বাকবিতন্ডাহয়। পরে উভয় পক্ষ একে অপরের সাথে সংঘর্ষে জরিয়ে পরে। পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সেখ নাছির উদ্দিন জানায়, ‘পরিবেশ এখন শান্ত আছে। অভিযোগের তদন্ত শেষে ব্যবস্থা গ্রহন করা হবে।’
চাটমোহর (পাবনা) প্রতিনিধি