চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর নিম্নবর্ণিত স্থায়ী/অস্থায়ী পদসমূহ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আদান করা আছেঃ
১। পদের নাম: সহযোগী অধ্যাপক:
ক) সিএসই বিভাগ-১টি পদ, খ) পুরশেল বিভাগ-২টি পদ
গ) যন্ত্রকৌশল বিভাগ-১টি পদ এবং ঘ) ইটিই বিভাগ-১টি পদ।
২। পদের নাম: তত্ত্বাবধায়ক প্রকৌশলী-১টি পদ।
৩। পদের নাম: সহকারী অধ্যাপক:
ক) যন্ত্রকৌশল বিভাগ-১টি পদ, খ) পানিসম্পদ ঝেশল বিভাগ-১টি পদ,
গ) রসায়ন বিভাগ-৯টি পদ, গ) পূরকৌশল বিভাগ-১টি পদ
৪। পদের নাম:
ক) সহকারী লাইব্রেরীয়ান-১টি পদ, খ) সহকারী কইলার-১টি পদ।
গ) সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)-১টি পদ, ঘ) সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ)-১টি পদ।
৫। পদের নাম: প্রভাষক
ক) পুরকৌশল বিভাগ-১টি পদ, খ) যন্ত্রকৌশল বিভাগ-১টি পদ।
গ) পানিসম্পদ কৌশল বিভাগ-১টি পদ, ঘ) নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ-১টি পদ।
ঙ) মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ-২টি পদ, চ) ইটিই বিভাগ-২টি পদ
ছ) রসায়ন বিভাগ-১টি পদ, জ) সিএসই বিভাগ-২টি শব্দ
ঝ) পদার্থ বিজ্ঞান বিভাগ ২টি পদ, ঞ) গবেষণা প্রভাষক # Center for Environmental Science and Engineering Research (CESER)-১টি
Dutch Bangla Bank এর শিক্ষা বৃত্তি প্রদান 2022
৬। পদের নাম:
ক) একাউন্টস অফিসার-২টি পদ, খ) সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (ICT)-১টি পদ।
গ) সহকারী প্রোগ্রামার-১টি পদ।
৭। পদের নাম:
ক) ইন্টারনেট সার্ভিস অপারেটর (IICT)-১টি পদ , খ) জুনিয়র একাউন্টস্ অফিসার (কম্পট্রোলার অফিস)
গ) ন্যামেরাম্যান-১টি পদ, ঘ) উপ-সহকারী প্রশেলী (তড়িৎ)-১টি পদ
৮। পদের নাম:
ক) কম্পিউটার অপারেটর-০১টি
৯। পদের নাম:
ক) টেকনিশিয়ান (যন্ত্রকেীশল বিভাগ)-১টি পদ।
১০। পদের নাম:
ক) কেয়ারটেকার-টি পদ।
১১। পদের নাম:
ক) লাইব্রেরী সহকারী-১টি পদ, খ) ইলেকট্রিশিয়ান ১টি পদ।
১২। পদের নাম:
ক) অপারেটর (পাশ)-১টি শব্দ, খ) অপারেটর (জেনারেটর)-১টি
১৩। পদের নাম: বুক সর্টার- ১টি
১৪। পদের নাম: লাইব্রেরী এটেনডেন্ট-কাম গেটম্যান-টি
১৫। পদের নাম:
ক) খাদেম -১টি পদ। ঘ) নিরাপত্তা প্রহরী -১টি পদ। শ) পরিচ্ছন্নতা কর্মী -১টি ।
ঘ) হেলপার (ইলেকট্রশিয়ান)(প্রকৌশল দপ্তর)-১টি পদ। ৪) ওয়ার্ড বয়/আয়-১টি পদ।