গার্ডস । মেজর মোঃ মুনীম ফেরদৌস । বাংলা কবিতা

Spread the love

Table of Contents

গার্ডস । মেজর মোঃ মুনীম ফেরদৌস

বল গার্ডস বল ফাইটার
বল হাতেতে তুলিয়া হাতিয়ার
তোল কবি নজরুলের বিদ্রোহী কবিতার হুংকার
আমি সাবধান আমি হুঁশিয়ার।
বল পার্টস বল ফাইটার
আমি বিনয়ী আমি মহসীন
সময়াতুল্য আমি আবার।
ইস্পাত দৃঢ় ভীতিহীন
আমি সাবধান আমি হুঁশিয়ার।
বল গার্লস বল ফাইটার
আমি আল্লাহর ভয়ে ভীত
মুয়াযিনের আহ্বানে আমার হৃদয় উদীপ্ত
আমি সিজদায় প্রার্থনারত
আমি সাবধান আমি হুঁশিয়ার ।
বল গার্ডস বল ফাইটার
আমি সর্বনাশাকে খুঁজে বেড়াই
আমি শক্রর চোখে চোখ রাঙাই
আমি নিলিপ্তে রক্ত দিয়ে ঋণ মেটাই
আমি সাবধান আমি হুঁশিয়ার।
বল গার্ডস বল ফাইটার
আমার রক্তে রেঙ্গেছে দেশ
গড়েছি হাজার বছরের ইতিহাস।
আমি রক্ত নিয়ে বড়াই করি
এটাই আমার অহংকার
আমি সাবধান আমি হুঁশিয়ার।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

Offer View >> স্যামসাং হ্যান্ডসেট কিনলেই রবি দিচ্ছে আকর্ষণীয় অফার

 

Check Also

আমাদের গ্রাম

আমাদের গ্রাম – কৌশিক দাস

Spread the loveআমাদের গ্রাম চলে আঁকেবাঁকে দুই ধারে গাছ মাটি ধরে রাখে। মাঠে মাঠে ধান, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *