খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল – খুলনা সিটি কর্পোরেশন

খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল – খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত, ৬০/৪, খালিশপুর নিউ মার্কেট রােড, খুলনা, জরুরী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে।

০১। অধ্যক্ষ -০১টি
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি/সমমান অথবা খ) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ০৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি/সমমান।
বেতন: ৪৩০০০/- হতে ৬৯৮৫০/- টাকা

০২। সহকারী শিক্ষক (পদাথ বিজ্ঞান) – ০১টি
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি/সমমান অথবা খ) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ০৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি/সমমান।
বেতন: ১২,৫০০/-

০৩। সহকারী শিক্ষক (পদাথ বিজ্ঞান) – ০১টি
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি/সমমান অথবা খ) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ০৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি/সমমান।
বেতন: ১২,৫০০/-

০৪। সহকারী শিক্ষক (আইসিটি) -০১টি
শিক্ষাগত যোগ্যতা: কিম্পিউটার বিজ্ঞান/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ স্নাতক/সমমান
বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড হতে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি।
বেতন: ১৬,০০০/-

০৫। সহকারী শিক্ষিকা (শারীরিক শিক্ষা) – ০১টি
ক) কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী/সমমান ও বিপিএড ডিগ্রি/সমমান।
অথবা, খ) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা।
বেতন: ১৬,০০০/-

০৬। সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) -০১টি
ক) কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী/সমমান ও গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে স্নাতক/সমমান।
বেতন: ১৬,০০০/-

নতুন চাকরি: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি

০৭। বাস ড্রাইভার – ০১টি
অষ্টম শ্রেণি পাস
বেতন- ৯,৭০০/-

০৮। চালকের সহকারী – ০১টি
অষ্টম শ্রেণি পাস
বেতন: ৮,২০০/

খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল

বিশেষ শর্ত:
ক) প্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষায় পাঠদানে পারদর্শী হতে হবে। কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমান গ্রহণযােগ্য নয়।
খ) প্রাথীদের আগামী ০৭/০২/২০২২ খ্রি: তারিখ দাপ্তরিক সময়ের মধ্যে সরাসরি/ডাকযােগে সভাপতি, খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল বরাবর আবেদন করতে হবে।
গ) আবেদন পত্রের সাথে নিজস্ব স্বাক্ষরযুক্ত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত হিসেবে হাড কপি দিতে হবে।
ঘ) পরীক্ষার ফি- ১০০০/- , সহকারী শিক্ষক পদের জন্য ৭০০/ এবং ড্রাইভার ও চালকের সহকারী পদের জন্য ৩০০/- টাকা।

New Mobile Phone: Samsung Galaxy A52 5G Review – Rifat Stock

Loading spinner

Check Also

শিক্ষার গুরুত্ব

শিক্ষার গুরুত্ব একটি প্রবন্ধ/রচনা লিখ। ক্লাস ৮ম থেকে ১০ম শ্রেণী

Spread the loveশিক্ষার গুরুত্ব মানুষের মনের আলো জ্বালায় এবং সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *