খানসামায় ৫ জুয়ারুকে জরিমানা

Spread the love

দিনাজপুরের খানসামায় ৫ জুয়ারুকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল-ইসলাম এর ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় খানসামা বাজারের বানিয়াপট্টিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রকাশ্যে জুয়া বা তাস খেলার অপরাধে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারার অপরাধে উপজেলার গোবিন্দপুর গ্রামের খানসামা বাজারে বানিয়া পাড়ার স্বপন মহন্ত, রুহুল আমিন, দুর্লব পোদ্দার, অসীম পোদ্দার ও বিপুল মহন্তকে প্রত্যককে একশত টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান,‘মাদক ও জুয়ামুক্ত উপজেলা গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন। এ ধরনের অভিযান পরবর্তীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

//zohabd.com/খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

আরও পড়ুন >> ভয়াবহ ৬০টি কবীরা গুনাহ ।। প্রচলিত কিছু কবীরা গুনাহ

আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে সহজেই

Check Also

সাবেক শেখ হাসিনাকে

সাবেক শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি খালাস

Spread the loveসাবেক শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সকল আসামি খালাস পেয়েছে পাবনার ঈশ্বরদী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *